× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাবাডিতেও ইংল্যান্ড বধ, সেমিফাইনালে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৯:০৮ পিএম

কাবাডিতেও ইংল্যান্ড বধ, সেমিফাইনালে বাংলাদেশ

ঘরের মাঠে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার সেই চিত্র দেখা গেল কাবাডিতেও। শুক্রবার শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এ-গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে বিধ্বস্ত করে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে এ জয় উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এদিন ম্যাচের প্রথমার্ধে দুটি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়েছিল স্বাগতিকরা। এরপর পরের রাউন্ডে আরও দুটি লোনা আসলে বড় জয় নিশ্চিত হয় তুহিন তরফদারের দলের। এদিন ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিলেন কোচ সাজুরাম গয়াতের শিষ্যরা। তুহিন তরফদার প্রথম রেইডেই এক পয়েন্ট এনে দেন। একের পর এক পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। কিন্তু খেলার ছয় মিনিটের মাথায় ঘটে বিপত্তি। ইংল্যান্ডের এক রেইডারকে ধরতে গিয়ে মাথায় নিজেদের কপালে আঘাত পান বাংলাদেশের দুই ক্যাচার রাসেল হাসান ও রোমান হোসাইন। রক্তে হাত ভিজে যায় রাসেলের। স্ট্রেচারে করে ম্যাট ছাড়তে হয় রোমান হোসাইনকে। পরে দু’জনের কপালে একটি করে সেলাই দিতে হয়েছে। ফলে রাসেল ও রোমানের পরিবর্তে নামানো হয় আরিফ রাব্বানী ও আল আমিনকে।

স্বাগতিক দলের অন্যতম দুই সেরা ক্যাচার আহত হয়ে ম্যাটের বাইরে চলে গেলেও এতটুকু ছেদ পড়েনি তুহিনদের খেলায়। এই দুই ক্যাচারের অভাব অনুভব করতে দেননি অন্যরা। পরক্ষণেই মিজানের রেইডে তিন ক্যাচার ম্যাট ছাড়লে পয়েন্টে আরও এগিয়ে যায় বাংলাদেশ। আধিপত্য ধরে রেখে প্রথমার্ধে দুটি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যায় কোচ সাজুরাম গয়াতের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাকি থাক ইংল্যান্ডের একজন রেইডারকে ধরে আরেকটি লোনা তুলে নেন তুহিনরা। শেষ পর্যন্ত চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে চলে যায় স্বাগিতকরা। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের মিজানুর রহমান। 

এ-গ্রুপে চার ম্যাচের সবক’টিতে জিতেছে আট পয়েন্ট বাংলাদেশের। আগামীকাল ইরাকের বিপক্ষে লড়বেন তুহিন তরফদাররা। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে বাংলাদেশের। এদিন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ জয়টিকে তাই জাতির পিতার প্রতিই উৎসর্গ করে অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আমরা এই জয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উনার প্রতি উৎসর্গ করছি।’

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার আরও বলেন,  ‘প্রত্যেকটা ম্যাচেই প্রতিপক্ষ লড়াই করেছে। আমরাও লড়াই করে এবং ভালো খেলেই সেমিফাইনালে নিশ্চিত করেছি। আশা করছি এভাবেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে সেমিফাইনালেও জিতবো। তবে আসলেই এটা খুব দুঃখজনক যে আমাদের মেইন বেস্ট সেভেনের দুজন খেলোয়াড় রোমান এবং রাসেল আজকের খেলায় মাথায় আঘাত পেয়েছেন। তারা দুজনেই আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আশাকরি সেমির ম্যাচে তারা সুস্থ হয়ে কামব্যাক করবে এবং খেলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা