ভারতের বিপক্ষে বড় সংগ্রহের আভাসই মিলছিল ২০ ওভার পর্যন্ত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এরপর হঠাৎই ছন্দপতন। আর উঠে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ৩৫.৪ ওভারে ১৮৮ রান তুলেই গুটিয়ে যায় স্টিভেন স্মিথের দল। জবাব দিতে নেমে অজি বোলিং তোপের মুখে পড়ে ভারত। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় স্বাগতিকরা। পরে অবশ্য সেই শঙ্কা দূর করে রাহুল-জাদেজা। তাদের নৈপুণ্যে ৫ উইকেটের জয় তুলেছে হার্দিক পান্ডিয়ার দল। এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে এখন ভারত।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারেই ট্রাভিস হেডের স্ট্যাম্প ভেঙেদেন মোহাম্মদ সিরাজ। এরপর মিচেল মার্শকে নিয়ে শুরুর ধাক্কা সামালদেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ৩০ বল থেকে ২২ রান করে পান্ডিয়ার শিকার হন তিনি। এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে ইনিংস মেরামতের কাজ চালান মার্শ। ২০ তম ওভারের চতুর্থ বলে মার্শ ফেরার আগে ২ উইকেট খরচায় ১২৮ রান তুলে বড় সংগ্রহের জানান দিচ্ছিল অজিরা।
এরপরই ছন্দ পতন। ৬৫ বলে ৫ ছক্কা ও ১০ চারে ৮১ রান করে মার্শ ফিরলে বেশিক্ষণ টেকতে পারেনি কেউ। মার্শের খানিক পর ১৫ রানে ফিরে যান লাবুশেনও। এরপর থিতু হতে পারেননি বাকিরাও। মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের বোলিংয় তোপের মুখে ১৮৮ রানেই গুটিয়ে যায় অজিরা। দু’জনেই তুলেছেন ৩ টি করে উইকেট। ২ উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা।
জবাব দিতে নেমে ১৬ রানে তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারায় ভারত। একে একে ফিরে যান ঈশান কিষাণ, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। খানিক পর ৩৯ রানে শুভমান গিল ব্যক্তিগত ২০ রান করে ফিরলে চতুর্থ ধাক্কা খায় ভারত। এরপর লড়াই করেন পান্ডিয়া। তবে বেশিক্ষণ টেকেনি তার লড়াইও। ৩১ বলে ২৫ রান করে মারর্কাস স্টইনিসের দ্বিতীয় শিকার হন তিনি। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কা তখন ঝেঁকে বসেছে ভারতের।
এরপর আরও একবার নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দেন জাদেজা। লোকেশ রাহুলকে দারুণ সঙ্গ দেন ব্যাট হাতে। অপর প্রান্তে দলকে পথ দেখান রাহুল। শেষ পর্যন্ত আরও কোনো আঘাত আসতে দেননি তারা। এ দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬১ বল হাতে রেখে ৫ উইকেটের বড় জয় পায় ভারত। জয়ের পথে রাহুলের ব্যাট থেকে এসেছে ৯১ বলে ১ ছয় ও ৭ চারে ৭৫ রান। জাদেজা খেলেন ৬৯ বলে ৪৫ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.