রাশিয়ার একটি ক্লাব অনেক আগে বাংলাদেশ সফর করে গেছে। সেও সত্তরের দশকের কথা। রুশ ফুটবল ক্লাব প্রিন্স ডায়নামোই সর্বশেষ। এরপর আর কোনো রুশ ফুটবল টিম ঢাকায় আসেনি। দীর্ঘদিনের বিরতি শেষে ফের বাংলাদেশে পা রেখেছে রাশিয়ার ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলার লক্ষ্যে গতকাল শনিবার সকালে ঢাকায় এসেছে রাশিয়ার ফুটবল দল।
রাশিয়া ফুটবল দলের ঢাকায় আসার খবর নিশ্চিত করে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘রাশিয়া দল ঢাকায় এসেছে, বাকি দলগুলোও শিগগিরই আসবে। বাংলাদেশ দল যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। মেয়েরা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার চেষ্টা করবে।’
ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সিনিয়র ফুটবল টিম ইউরোপে একরকম ‘নিষিদ্ধ’ হয়ে আছে। যে কারণে উয়েফার কোনো টুর্নামেন্টে তারা অংশ নিতে পারছে না। সাফের এই টুর্নামেন্ট হচ্ছে আবার উয়েফার অর্থায়নেই। আর সেই উয়েফাই রাশিয়াকে সাফে খেলার জন্য পাঠিয়েছে।
রাশিয়া নিষেধাজ্ঞার পরও কীভাবে খেলছে। এ ব্যাপারে কিরণ বলেন, ‘নিষেধাজ্ঞা থাকলে তো আর দল আসত না। রাশিয়া কীভাবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে সে প্রশ্ন সাফকে করুন। সাফ এই টুর্নামেন্টের আয়োজক।’ টুর্নামেন্ট নিয়ে কিরণ বলেন, ‘এই টুর্নামেন্টের মূল নাম হচ্ছে উয়েফা অ্যাসিস্ট্যান্ট সাফ। উয়েফা আর এএফসির যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট হচ্ছে।’
আগামীকাল থেকে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্ট শুরু হবে। চলবে ২৮ মার্চ পর্যন্ত। স্বাগতিক বাংলাদেশসহ ভুটান, ভারত, নেপাল ও রাশিয়া অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে এ আসরে। টুর্নামেন্টের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সফরকারী চার দলের মধ্যে রাশিয়া সবার আগে ঢাকায় আসে। রাশিয়ার পর বাকি দলগুলোও গতকাল বাংলাদেশে পা রেখেছে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.