কয়েক মৌসুম আগেও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠ কাঁপাতেন এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল। আইপিএলে ধুন্ধুমার ব্যাটিংয়ে দলকে ব্যাট হাতে সামনে থেকে টানতেন দুজন। ক্লাবের সাবেক দুই লিজেন্ডারি ক্রিকেটারকে এবার সম্মানিত করার উদ্যোগ নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। দুই তারকাকে ক্লাবের হল অব ফেমে অভিষিক্ত করা হচ্ছে, একই সঙ্গে তাদের ১৭ ও ৩৩৩ নম্বর জার্সিকে অবসরে পাঠানো হচ্ছে। অর্থাৎ ক্লাবটিতে এই দুটি জার্সি পরে আর কেউ খেলবেন না।
আগামী ২৬ মার্চ বেঙ্গালুরু ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আনবক্স ইভেন্ট আয়োজন করবে আরসিবি। সেখানে ভিলিয়ার্স ও গেইলকে সম্মানিত করা হবে। শুক্রবার রাতে দলটির অফিসিয়াল টুইটার থেকে টুইট করা হয়েছে, ‘যখন কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইলকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করব, সে সময় থেকে ১৭ এবং ৩৩৩ জার্সি নম্বরগুলোও তাদের প্রতি সম্মানার্থে চিরদিনের জন্য অবসরে চলে যাবে।’
গত বছর ঘোষণা দিয়ে ডি ভিলিয়ার্স ও গেইলকে হল অব ফেমে অন্তর্ভুক্তির কথা জানিয়েছিল আরসিবি। ২০১১ সাল থেকে ১১ মৌসুম এই ক্লাবে খেলেছেন ডি ভিলিয়ার্স। ১৭ নম্বর জার্সি পরিহিত প্রোটিয়া ব্যাটার ১৫৬ ম্যাচে ৩৭ হাফসেঞ্চুরির সঙ্গে দুটি সেঞ্চুরিতে করেন ৪৪৯১ রান। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বেঙ্গালুরুতে থাকা গেইলের আছে ৫টি সেঞ্চুরি। আসরের ইতিহাসের সর্বোচ্চ ১৭৫ রান আনা ব্যাটারের নামের পাশে আছে ৩১৬৩ রান।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.