শেষ ১২ বলে মুলতান সুলতানসের প্রয়োজন ছিল ৩৫ রান। উনিশতম ওভারে আসা হারিস রউফকে প্রথম বলে উড়িয়ে মারলেন খুশদিল শাহ—ছক্কা। ওই ওভারে আসল দুটি চার ও আরও এক ছক্কা, মোট ২২ রান। পেন্ডুলামের মতো দুলছে শিরোপাভাগ্য। শেষ ওভারে সমীকরণ ৬ বলে ১৩ রান। নাটক তখনও বাকি—বাই রান, চার এবং ইয়র্কারে নির্ধারণ হল পিএসএল চ্যাম্পিয়ন৷ রঙচড়ানো রোমাঞ্চকর ফাইনালে শেষ হাসিটা অবশ্য হেসেছে লাহোর কালান্দার্স।
গাদ্দাফি স্টেডিয়ামে লাহোরের ছোড়া ২০১ রানের লক্ষ্যে মুলতান থেমেছে এক রান পেছনে। শাহিন শাহ আফ্রিদির দলের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানের দল ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৯৯ রান। নাটুকে ফাইনালে ব্যর্থ হয়েছে আব্বাস আফ্রিদির শেষের ঝড়। শেষ বলে মুলতানের মেলেনি চার রানের সমীকরণ, রান আউটের আগে শেষ বলে স্কোরবোর্ডে যোগ হয়েছে দুই রান। তাতেই এক রানের হার।
????????#HBLPSL8 | #SabSitarayHumaray | #MSvLQ pic.twitter.com/p3WdzRvVW9
— PakistanSuperLeague (@thePSLt20) March 18, 2023
গত আসরের ফাইনালে রিজওয়ানের মুলতান সুলতানসকে ৪২ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছিল লাহোর। এবার রোমাঞ্চ ছড়ারো ম্যাচে জিততে জিততে হার দেখেছে মুলতান। তীরে এসে তরী ডোবার মত! অন্যদিকে টানা দ্বিতীয়বার শিরোপার উদযাপনে মেতেছে শাহিন-রশিদরা। পিএসএল ইতিহাসে টানা দুবার শিরোপা জেতে লাহোর বাদে আর কোনো দল জেতেনি।
শিরোপা নির্ধারণী মঞ্চে টস জিতে ২০ ওভারে ৬ উইকেটের হারিয়ে ২০০ রান তোলে লাহোর। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন আব্দুল্লা শফিক। শেষ দিকে অধিনায়ক শাহিনের ১৫ বলে ৪৪ রানের ক্যামিওতে স্কোরবোর্ডে ডাবল সেঞ্চুরি পায় লাহোর৷
বড় লক্ষে দারুণ জবাব দিচ্ছিল মুলতান। শেষ পর্যন্ত জয়ের জন্য সমীকরণ দাড়ায় শেষ বলে চার রানেরন। ৩ রান নিয়ে ম্যাচ টাই করার চেষ্টায় রান-আউট হন খুশদিল। ব্যাট হাতে তাণ্ডব চালানো শাহিন বল হাতে ছিলেন খরুচে। ৪ ওভারে ৫১ রানের বিনিময়ে নেন ৪টি উইকেট, তাতেই বনে যান ফাইনালের সেরা।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.