জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে খেলতে আসা ৫ বিদেশি দল। রবিবার (১৯ মার্চ) সকাল ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে ফুলেল শ্রদ্ধা জানান চাইনিজ তাইপে, মালয়েশিয়া, পোল্যান্ড, নেপাল ও আর্জেন্টিনার খেলোয়াড়-কোচ এবং অন্য সদস্যরা।
এর আগে পাঁচ দলের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তারা বঙ্গবন্ধুর বাসভবন পরিদর্শন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরেও অনেকটা সময় কাটান পাঁচ বিদেশি দলের সদস্যরা।
আরও পড়ুন: দিয়া-রুবেলের হাত ধরে এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ
বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরেও অনেকটা সময় কাটান পাঁচ বিদেশি দলের সদস্যরা
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসরে এ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। টুর্নামেন্টে পোল্যান্ড, আর্জেন্টিনা, নেপাল, ইংল্যান্ড ও ইরাককে হারিয়ে টানা পাঁচ ম্যাচ জিতেছে বাংলাদেশ। তুহিন তরফদারদের চোখ অবশ্য সেমির বাধা পেরিয়ে শিরোপায়।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: prot[email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.