× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিশোধ কিংবা এগিয়ে থাকার এল ক্লাসিকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ০০:৪০ এএম

প্রতিশোধ কিংবা এগিয়ে থাকার এল ক্লাসিকো

বার্সেলোনার সামনে আজকের এল ক্লাসিকো অনেকটা যেন এমন, জিতলে নিশ্চিত হয়ে যাবে লা লিগার শিরোপা। তা হবে বৈকি, নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে জাভি হার্নান্দেজের শিষ্যরা এগিয়ে যাবেন ১২ পয়েন্টে, শিরোপার ইঁদুর-দৌড়ে পিছিয়ে যাবে কার্লো আনচেলত্তির দল। ফল ড্র হলে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে দশে- বড়ই বটে! রিয়াল মাদ্রিদের কাছে রাত ২টায় শুরু হওয়া ক্লাসিকোটি তাই টিকে থাকার পাশাপাশি প্রতিশোধেরও, প্রতিপক্ষ বার্সেলোনার ক্ষেত্রে লড়াইটি এগিয়ে যাওয়ার।

কাতালানদের মাঠ ক্যাম্প ন্যুয়ে বলেই কি না আনচেলত্তির কপালে কিছুটা চিন্তার ভাঁজ। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২টি হোম ম্যাচে অপরাজিত আছে বার্সা। সেই যাত্রা থামাতে হলে বেনজেমা-ভিনিসিউসদের নজর দিতে হবে স্বাগতিকদের দুর্দান্ত রক্ষণ, আক্রমণ কিংবা মিডফিল্ডের দিকে। সবশেষ কোপা দেল রে-তে ১-০ গোলে এগিয়ে থাকা বার্সাকে ঘরের মাঠেও সামলাতে হবে রিয়ালের দুর্দান্ত সব অ্যাটাক। সবশেষ এল ক্লাসিকোতে বার্সা জয় পেলেও আক্রমণ, বল দখল কিংবা গোলে শট- সব বিভাগে ধুঁকেছে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করা রিয়াল ধরে আছে দুর্দান্ত ফর্ম, সেটি ধরে রাখার সঙ্গে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জের সামনে আনচেলত্তির শিষ্যরা।

লা লিগায় এখন পর্যন্ত ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জাভির দল, দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহে ৫৬ পয়েন্ট। মাঠে দুর্দান্ত ফর্মে থাকা বার্সা অবশ্য রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগে বাজে সময় কাটাচ্ছে। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার দাবি, অস্থিতিশীল করতেই এমন অভিযোগ তাদের বিরুদ্ধে। তবে ক্লাব সভাপতির চোখ এল ক্লাসিকোতে জয় ছাপিয়ে সরাসরি শিরোপায়, ‘রবিবার দারুণ একটি ম্যাচ খেলব। আপনাদের আগের চেয়ে আরও বেশি দলকে উৎসাহ জোগানোর জন্য বলছি। লিগ জিতে এই মৌসুমে আমাদের লক্ষ্যের কাছাকাছি যাওয়ার দারুণ একটি সুযোগ আছে।’

পরিসংখ্যান বলছে, ২০২২ সালের মার্চের পর এখন পর্যন্ত পাঁচটি এল ক্লাসিকোর চারটিতেই হেরেছেন আনচেলত্তির শিষ্যরা। তবে সব প্রতিযোগিতা বাদ দিয়ে শুধু লা লিগার হিসাব সামনে আনলে বার্সেলোনা সেখানে অনেক পিছিয়ে, সবশেষ ৬টি লিগ ম্যাচের একটিতে মাত্র জিততে পেরেছে কাতালানের ক্লাবটি। নিজেদের সবশেষ দেখায় বার্সা হেরেছে দুটিতে, রিয়াল সেখানে সবশেষ পাঁচ ম্যাচে হেরেছে শুধু বার্সেলোনার কাছে। আজ রাতে এল ক্লাসিকো জিততে পারলে রিয়ালের ইতিহাস হয়ে যাবেন আনচেলত্তি, তিনি ছাড়া আর চারজন লা লিগায় চার বা তারচেয়ে বেশি ক্লাসিকো জিতেছেন। আনচেলত্তির দল সাতটি ম্যাচের জিতেছে তিনটিতে, আজ জিতলে রেকর্ড গড়ার পাশাপাশি শিরোপার দাবি আরও জোরালোভাবে করতে পারবে রিয়াল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা