অস্ট্রেলিয়ান ওপেনের পর ইন্ডিয়ান ওয়েলসেও হার– চলতি মৌসুমে এ নিয়ে দুবার ইগা সুয়েটেকের বিপক্ষে জিতলেন এলেনা রাইবাকিনা। কাজাখস্তানের ২৩-বর্ষী তারকার সঙ্গে যেন পেরেই উঠছেন না ইগা। ম্যাচে দাপট দেখিয়ে জেতার পর এলেনা জানালেন, এ মুহূর্তে আত্মবিশ্বাসে টইটম্বুর তিনি যে-কাউকে হারিয়ে দেবেন অনায়াসে। উইম্বলডন চ্যাম্পিয়ন পুরো ম্যাচে দেখিয়েছিলেন দাপট, সুয়েটেককে হারাতে রাশিয়ান-কাজাখ এলেনা সময় নেন ১ ঘণ্টা ১৭ মিনিট, জিতে নেন ৬-২, ৬-২ ব্যবধানে। তাতেই ফাইনালের মঞ্চও নিশ্চিত করেছেন ২৩-বর্ষী তারকা।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের প্রতিপক্ষ আরিনা সাবালেঙ্কাকে এবারও পেয়েছেন এলেনা। শিরোপার মঞ্চে উঠে রাইবাকিনা বলেছেন, ‘এখন এমন মনে হচ্ছে– আচ্ছা, আমি যদি এমন ধারায় খেলি তাহলে যে-কাউকে হারাতে পারব। এটাই লক্ষ্য, কিন্তু আপনি প্রতিটি ম্যাচে অসাধারণ ও পারফেক্ট থাকতে পারবেন না। কিন্তু ইগার বিপক্ষে দিনটি পুরোটাই আমার ছিল।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected].com
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.