× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেমিতে ম্যানইউ, বিপদে বায়ার্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ০০:০৯ এএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ০০:১৫ এএম

সেমিতে ম্যানইউ, বিপদে বায়ার্ন

এফএ কাপে ফুলহ্যামকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনালে পা রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুন্দেসলিগায় বড় বিপদের সামনে বায়ার্ন মিউনিখ। টেবিলের ৮ নম্বরে থাকা লেভারকুসেনের বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপার রেসে বড় ধাক্কা খেয়েছে দলটি। সামনে কঠিন সময় অপেক্ষা করছে তাদের জন্য বিষয়টি মানছেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যানও।

আরও পড়ুন : সাকার জোড়া গোলে পোক্ত আর্সেনাল

ওল্ড ট্রাফোর্ডে এদিন প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের সময় পিছিয়ে পড়ে রেড ডেভিলরা। তাতে অবশ্য ধমে যায়নি টেন হ্যাগ শিষ্যরা। অবশ্য রেড ডেভিলদের জয়ের পথ প্রশস্ত করে গেছেন ফুলহ্যামের উইলিয়ান ও মিটরোভিচ। ৭২ মিনিটে দুজনেই ফিরেছেন লাল কার্ড দেখে। দল নেমে আসে ৯ জনে। তাতে হাতে আসমান পেয়ে যায় টেন হ্যাগ শিষ্যরা। এরপর আর তাদের আটকে রাখতে পারেনি ফুলহ্যাম। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। তার দুই মিনিট পর সাবিটজারের গোলে লিড নেয় ইউনাইটেড। এরপর ম্যাচের একস্ট্রা টাইমে ফের বল জালে জড়িয়ে দলকে সেমিতে তোলেন ব্রুনো।

আরও পড়ুন : নিষ্প্রভ ম্যানইউর বিপদ বাড়াল কাসেমিরো, এগিয়ে আর্সেনাল

বুন্দেসলিগায় বড় ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। নিজেদের ভুলে হারতে হয়েছে তাদের। লেভারকুসেনের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। যদিও শুরুটা মন্দ হয়নি বায়ার্নের। এদিন ম্যাচের ২২ মিনিটের মাথায় জোশুয়া কিমিচের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে সেই লিড ধরে রাখা যায়নি দ্বিতীয়ার্ধে। প্রতিপক্ষের চাপে ভুল করে বসে বায়ার্নের রক্ষণ। সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান এক্সেকুইয়েল পালাসিওস। এরপর প্রতিপক্ষের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে গিয়েছে বায়ার্নও। কাজ হয়নি তাতে। উল্টো লেভারকুসেনের আক্রমণে দ্বিতীয়বারের মতো খেই হারায় বায়ার্ন। এ যাত্রায় ফের পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন এক্সেকুইয়েল পালাসিওস। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন।

পয়েন্ট খুইয়ে শিরোপা যে কঠিন হয়ে গিয়েছে বিষয়টি মানছেন নাগেলসম্যান। ম্যাচ শেষে বলেন, ‘এখন সামনের ম্যাচগুলো আমাদের জন্য অবশ্যই জিততে হবে, কারণ অন্যথায় শিরোপা জেতা খুব কঠিন হবে আমাদের। তবে আজকের জয় তাদের প্রাপ্যই ছিল। শেষ ১০ মিনিট বাদে, তারা সেরা ফুটবল খেলেছে দল হিসেবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা