× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপের নেতৃত্ব নিয়ে দেশম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১০:৫৭ এএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১১:৪৬ এএম

এমবাপের নেতৃত্ব নিয়ে দেশম

কাতার বিশ্বকাপের পর অবসর বলে দিয়েছেন ফ্রান্সের অধিনায়ক উগো লরিস। এরপর সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ফরাসিদের ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক তরুণ এমবাপেকে। প্রশ্ন সেটি নিয়েই। ২৪ বছর বয়সি এমবাপের কাঁধ সামলাতে পারবে তো এত বড় দায়িত্ব? যা নিয়ে প্রশ্ন ছিল কোচ দিদিয়ের দেশমের কাছেও।

তার দিনে যেকোনো দলের স্বপ্নভঙ্গ করে দিতে পারেন এমবাপে। আগামীর আন্তর্জাতিক ফুটবলের মেগা আসরগুলোতে প্রতিপক্ষকে লন্ডভন্ড করার পরিকল্পনা তাকে ঘিরেই। আর সেখানেই প্রশ্নটা, নেতৃত্বের ভার সামলাতে না পেরে এমবাপেকে হারাতে হবে না তো? অথবা কতদিন ফ্রান্সকে নেতৃত্ব দেবেন এমবাপে? গতকাল সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন দেশম।

২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাই পর্ব। এ ম্যাচ দিয়েই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফরাসিরা। সেই ম্যাচের আগে নেতৃত্ব নিয়ে দেশম বলেন, ‘অনুশীলনের প্রথম কয়েক দিন আমি এ বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কিলিয়ান সেই ফুটবলারদের মধ্যে একজন। পরবর্তী সংবাদ সম্মেলনে আমি বিষয়টা সম্পর্কে আরও ধারণা দিতে পারব। আরেকটু স্পষ্ট করে বললে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।’

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সর্বশেষ ম্যাচে পিএসজিকে নেতৃত্ব দিয়েছিলেন এমবাপে। তবে পিএসজিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ফ্রান্সের অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে যে খুব বেশি কাজে আসবে না, তা দেশমের কথায়ই স্পষ্ট, ‘এমবাপ্পের নেতৃত্ব দেওয়া ম্যাচটা আমি দেখেছি। ক্লাবে কিলিয়ানের অবস্থান আর অন্য ফুটবলারদের অবস্থান এক নয়। জাতীয় দলে অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে এ উপায় আমি অনুসরণ করব না। আর অন্য সব গুণের সঙ্গে যদি কিলিয়ানের সবার সঙ্গে যোগাযোগ করার যোগ্যতাটা থাকে, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে। কিন্তু আমি খুব বেশি কিছু আজ জানাতে পারছি না। কারণ আমি এখনও সিদ্ধান্ত নিইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা