× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুমাদের আজ রুশ পরীক্ষা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ০৯:২৫ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১২:৩২ পিএম

রুমাদের আজ রুশ পরীক্ষা

ঘরের মাঠে টুর্নামেন্ট। প্রতিপক্ষ আবার সবার খুব চেনা ভুটান। যে কারণে প্রত্যাশা ছিল একটু বেশি। নিজেদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সেই চাওয়াটা পূরণ হয়েছে। দক্ষিণ এশিয়ান প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে ৮-১ গোলে। সেই রঙিন জয়েই সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছেন লাল-সবুজ প্রতিনিধিরা। গোল উৎসবের স্বপ্নিল সুখস্মৃতি নিয়েই আজ বিকাল ৩টা ১৫ মিনিটে ফের মাঠে নামছে স্বাগতিকরা।

আজকের ভেন্যু চেনা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম। যেখানে প্রায়ই খেলতে হয় দেশের মেয়েদের। আজও খেলবেন রুমা আক্তাররা। সাধারণত দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে খেলে অভ্যস্ত দেশের মেয়েরা। তবে আজকের প্রতিপক্ষ একেবারেই অচেনা রাশিয়া। আগে কখনোই তাদের বিপক্ষে খেলা হয়নি স্বদেশি কন্যাদের। সন্দেহ নেই রুশ দলটি খুবই শক্তিশালী সেটা আক্রমণ, মিডফিল্ড, রক্ষণ সব জায়গায়। এমনকি টুর্নামেন্টের শিরোপা জয়ের দৌড়ে হট ফেভারিটও ইউরোপের দলটি।

সন্দেহ নেই রাশিয়ার বিপক্ষে রীতিমতো অগ্নিপরীক্ষাই দিতে হবে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। তবে রুশ পরীক্ষা নিয়ে মোটেই চিন্তিত নন কন্যারা। বরং রাশিয়ার মতো নতুন একটি দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত তারা। রুশ কন্যাদের সঙ্গে মাঠে নামার জন্য যেন তর সইছে না তাদের। প্রথমবারের মতো ইউরোপিয়ান দলের মোকাবিলা করবে। যে কারণে এ ম্যাচ নিয়ে মেয়েদের আগ্রহের যেন কমতি নেই।

রাশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা নিয়ে ভীত নন কোচ গোলাম রব্বানী ছোটন, ‘মেয়েদের যে ফুটবল খেলার কথা ছিল (ভুটানের বিপক্ষে), সেটাই খেলেছে। পুরো ৯০ মিনিট একই ছন্দে খেলেছে। পুরো ম্যাচে মেয়েরা খেলার মধ্যেই ছিল। সাগরিকার শট পোস্টে লেগে ফিরেছে, এখানে সাগরিকার ভুল বা দোষ নেই। আমি মনে করি, শতভাগ আত্মবিশ্বাস নিয়ে আমরা রাশিয়ার বিপক্ষে খেলতে নামতে পারব।’

রাশিয়া যত শক্তিশালীই হোক না কেন, মোটেই ভয় পাচ্ছেন না রুমা আক্তাররা। বরং আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন। জয়ে চোখ রেখেই মাঠে নামবে বাংলাদেশ। দুর্বার জয়ে টুর্নামেন্ট শুরু করে সাহসটা জুগিয়ে রেখেছেন স্বাগতিকরা। বুধবারের ভুটান ম্যাচের বড় জয় অনুপ্রেরণা দিয়ে যাবে তাদের। নিজেদের হাতে থাকা রসদ কাজে লাগিয়ে রাশিয়াকে রুখে দিতে চান তারা।

টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগে এটাই রাশিয়ার প্রথম ম্যাচ। বাংলাদেশের মতো তারাও জয় দিয়েই আসর শুরু করতে চায়। প্রথমবারের মতো সাফে খেলতে এসেছে। ইউক্রেন যুদ্ধের কারণে কার্যত ইউরোপের ফুটবলে ‘নিষিদ্ধ’ হয়ে আছে রাশিয়া। পাচ্ছে না উয়েফার আসরে খেলার সুযোগ। এ কারণে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি সাফ আয়োজনে অর্থায়ন করে তাতে খেলতে পাঠিয়েছে রুশ কন্যাদের। অতিথিরাও সুযোগটা হেলাফেলায় নষ্ট করতে নারাজ। শিরোপা নিয়ে তবেই ঢাকা ছাড়ার লক্ষ্য তাদের। লক্ষ্যে অটল থেকে শুরুটা জয় দিয়েই বর্ণিল করতে চায় তারা।

আজকের ম্যাচের ‘শত্রু’ প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল রাশিয়া। তবে ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন না ফুটবল-গুরু ছোটন, ‘আমার কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। এখানে সবাই কঠিন প্রতিপক্ষ। ভারত, নেপাল, রাশিয়া কাউকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই।’

রাশিয়ার কোচ ইয়েলিনা মেদভেদ টুর্নামেন্ট শুরুর আগে জানিয়েছিলেন, ভারত ছাড়া বাকি দলগুলো সম্পর্কে কোনো তথ্য জানা নেই তাদের। তবে ট্রফি নিয়ে ঘরে ফেরার স্বপ্ন দেখছেন তিনি, ‘অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রতিটি দলই চায় চ্যাম্পিয়ন হতে। শিরোপা জিতে রাশিয়ায় নিয়ে যেতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা