× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যারাডোনার নাতির ফুটবল অভিষেক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৩:৩০ পিএম

ম্যারাডোনার নাতির ফুটবল অভিষেক

বেঞ্জামিন আগুয়েরো ম্যারাডোনা—১৪ বর্ষী ফুটবলারের নামটির মাঝেই রয়েছে দুই আর্জেন্টাইন কিংবদন্তির নাম, দিয়েগো ম্যারাডোনার নাতি তিনি ও সার্জিও আগুয়েরো তার বাবা। প্রথমবার আর্জেন্টিনার জার্সি গায়ে নেমে বাবা-নানাদের মতো দাপট দেখিয়েছেন বেঞ্জামিন। খেলা শেষে জানিয়েছেন, হতে চান লিওনেল মেসির মতো। আর্জেন্টিনার জুনিয়র ডিভিশনে অভিষেকের পর আগুয়েরোর ছেলে নিজের লক্ষ্যও নির্ধারণ করে ফেলেছেন, ‘আগামী পাঁচ বছরের মাঝে জাতীয় দলে খেলব।’

বেঞ্জামিনের অভিষেক ঘিরে ফুটবলপাড়ায় ছিল আলাদা আগ্রহ, ভিলা ডোমিনিকো স্টেডিয়ামে জমেছিল সাংবাদিকদের ভিড়। মাঠে বসে খেলা উপভোগ করেছেন তার মা জিয়ানন্নিয়া ম্যারাডোনাও। প্রথম দিন নেমেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন বেঞ্জামিন। টাইগ্রেসের হয়ে গোল করতে বা করাতে না পারলেও বল পায়ে দেখিয়েছেন মুন্সিয়ানা, নানা ম্যারাডোনার মতো ক্ষিপ্রতার পাশাপাশি ছিল বাবা আগুয়েরোর মতো বল বানিয়ে নেওয়ার দক্ষতা।

ভিলা ডমিনিকো স্টেডিয়ামে রোজোর বিপক্ষে অভিষেকের ম্যাচটি যদিও হেরে গেছে তার দল। তবে বাবা-নানাদের পথে একপা নিজেকে এগিয়ে নেওয়ার কথাও বলেছেন। ম্যাচ শেষে বেঞ্জামিনের মা টুইটারে পোস্ট করে বলেছেন, ‘তুমি তোমার মতো খেলে যাও, তোমাকে ভালোবাসি।’

তারকা-মহাতারকাদের ছায়ায় বড় হওয়া বেঞ্জামিনের লক্ষ্যও তাই বড়, আগামী পাঁচ বছরের মাঝে গায়ে চাপাতে চান আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি।

বেঞ্জামিনের শেকড় অনেক শক্ত, বাবা আগুয়েরো ফুটবলকে বিদায় জানানোর আগ পর্যন্ত ছিলেন আর্জেন্টিনার অন্যতম একজন স্ট্রাইকার। তার বাবার খুব কাছের বন্ধু মেসির থেকেও নানা টোটকা পাচ্ছেন বেঞ্জামিন। তাই তার লক্ষ্যও বড় বটে, হতে চান বিশ্বসেরা মেসির মতো।

আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে, শুরু ৫ অক্টোবর

বেঞ্জামিন অকপটে বলেছিলেন, নানা ম্যারাডোনার খেলা ভিডিওতে দেখেছেন, শিখেছেন তার থেকেও। অবসরে যাওয়া বাবা আগুয়েরো যখন পারছেন ফুটবলের শিক্ষাটা ছেলেকে দিচ্ছেন, মেসির সঙ্গেও তার বেশ খাতির। তারকা-মহাতারকাদের ছায়ায় বড় হওয়া বেঞ্জামিনের লক্ষ্যও তাই বড়, আগামী পাঁচ বছরের মাঝে গায়ে চাপাতে চান আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা