× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরে ওজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৭:৫৬ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৮:০৩ পিএম

অবসরে ওজিল

ফুটবল মাঠে প্রাণ চঞ্চল হাসিতে আর দেখা যাবে না মেসুত ওজিলকে। ৩৪ বছর বয়সে সব ধরণের ফুটবলকে বিদায় বলে দিয়েছেন সাবেক এই জার্মান মিডফিল্ডার।

দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন অসংখ্য ক্লাবে। রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল হয়ে শেষটা করেছেন তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে। চলতি মৌসুমে ক্লাবটিতে নাম লেখানোর পর মাঠে নেমেছেন মোটে ৪টি ম্যাচে। এরপর থেকেই চোটে ভুগছিলেন তিনি। অবশেষে জানিয়ে দিলেন অবসর। 

ইনস্টাগ্রাম পোস্টে ওজিল লেখেন, ‘অনেক চিন্তাভাবনার পর, আমি পেশাদার ফুটবল থেকে অবিলম্বে অবসর ঘোষণা করছি। আমি প্রায় ১৭ বছর ধরে একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার সৌভাগ্য পেয়েছি। এই সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা বোধ করছি। তবে সাম্প্রতিক মাসগুলিতে, কিছু ইনজুরিতেও ভুগছিলাম, যাতে স্পষ্ট হয়ে উঠে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।

‘এটি অবিস্মরণীয় মুহূর্ত এবং আবেগে ভরা একটি আশ্চর্যজনক যাত্রা হয়েছে। আমি আমার ক্লাবগুলিকে ধন্যবাদ জানাতে চাই - শাল্কে, ওয়ের্ডার ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল এফসি, ফেনারবাহে, বাসাকসেহির এবং কোচ যারা আমাকে সমর্থন করেছেন এবং সেই সাথে বন্ধু হয়ে উঠেছেন দলের সতীর্থদের ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ আমার পরিবারের সদস্যদের। তারা আমার সবচেয়ে কাছের বন্ধু। তারা প্রথম দিন থেকে আমার যাত্রার একটি অংশ ছিল এবং ভাল ও খারাপ সময়ে আমাকে অনেক ভালবাসা এবং সমর্থন দিয়েছে।’

‘আমার সমস্ত অনুরাগীদের ধন্যবাদ যারা আমাকে এত ভালবাসা দেখিয়েছেন। পরিস্থিতি যাই হোক না কেন আমি কোন ক্লাবের প্রতিনিধিত্ব করছিলাম। এখন আমি আমার সুন্দর স্ত্রী, আমিন এবং আমার দুই সুন্দরী কন্যা, এডা এবং এলাকে নিয়ে আমার সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করছি।’

ওজিল তার ক্লাব ক্যারিয়ারে রিয়ালের হয়ে ১০৫ ম্যাচে ১৯, আর্সেনালের হয়ে ১৮৪ ম্যাচে ৩৩ ও ফেনারবাহের হয়ে ৩২ ম্যাচে ৮ গোল করেছেন। সব মিলিয়ে ক্লাবের জার্সিতে তার গোল সংখ্যা ৪২৭ ম্যাচে ৭৩।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা