× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেললে সাকিবের রান হয়তো ১০-১২ হাজার হতো’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১১:১২ এএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১১:২২ এএম

‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেললে সাকিবের রান হয়তো ১০-১২ হাজার হতো’

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের বেশকয়েকজন ক্রিকেটার নতুন মাইলফলক ছুঁয়েছেন। ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসান ও মুশফিকুর রহমান পূর্ণ করেন ৭ হাজার রানের মাইলফলক। ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট এবং সাত হাজার রান- এই ক্লাবে সাকিবের আগে সদস্য ছিলেন মাত্র দুজন, শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদি। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও সব ফরমেটের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক পার করলেন।

জাতীয় দলের ক্রিকেটারদের এই কৃতিত্বপূর্ণ মাইলফলক পার করার আনন্দে কোচ চন্ডিকা হাথুরুসিংহে এক ভিডিও বার্তায় তাদের অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কিংবা ভারতের মাটিতে ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচ খেললে আজ সাকিবের ওয়ানডে ক্রিকেটে রান ১০ বা ১২ হাজার হতে পারত।

আরও পড়ুন : সিরিজ জয়ের মিশন বাংলাদেশের

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি বলেন, ‘ ক্যারিয়ারের শুরুর দিকে যেসব দলের বিপক্ষে খেলেছ সাকিব সব সময়ই তুলনামূলক ভালো বোলিং আক্রমণের বিপক্ষে তাকে খেলতে হয়েছে।’

বাংলাদেশের তুলনায় অন্য দেশের মাটিতে, উইকেটে খেললে সাকিবের রান আরও বাড়ত, সেটাও স্পষ্ট করেই বলেছেন হাথুরুসিংহে, ‘ বেশিরভাগ সময় সাকিব এখানে (বাংলাদেশে) খেলেছ, এটাও সহজ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেললে সাকিবের রান হয়তো ১০-১২ হাজার হতো। সব মিলিয়ে এটা অসাধারণ এক অর্জন। সাকিব তোমাকে অভিনন্দন।’ 

ওয়ানডে ক্যারিয়ারে ২২৯ টি ওয়ানডে ম্যাচে সাকিব দেশের মাটিতে খেলেছেন ১১৬ টি ম্যাচ। রান করেছেন ৩৩০০। সেঞ্চুরি ৩টি। এই ফরমেটে দেশের মাটিতে তার গড় রান ৩৫.৮৬। বিদেশের মাটিতে খেলেছেন ১১৩টি ম্যাচ। সেইসব ভেন্যুতে তার রান ৩৭৮৬। রান গড় ৩৯.৮৫। সেঞ্চুরির সংখ্যা ৬টি।  

সাকিবকে অভিনন্দন জানানোর দিনে তামিম ইকবালকে শুভেচ্ছা জানান ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। যতদিন খেলব, ততদিন যেন তামিম, সাকিব, রিয়াদ, মুশফিকরা ছন্দে থাকে এমনটাই আশা। সিডন্স বলেন, ‘তামিম, যখন সেরা খেলাটা খেলে, তখন এই দল আরও ভালো দল হয়ে যায়। ১৫ হাজার রানের জন্য অভিনন্দন। আমি এবার যখন আবার ফিরে আসি, আমি একটা ব্যাপার নিশ্চিত করতে চেয়েছি। তুমি, মুশি, সাকিব, রিয়াদ তোমরা আর তিন বছরই খেলো বা যতদিন খেলো, সেটা যেন তোমাদের সেরা সময় হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা