× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকেরের চ্যালেঞ্জ প্রমাণের, রিশাদের সুযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৩:৩২ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৩:৩৭ পিএম

জাকেরের চ্যালেঞ্জ প্রমাণের, রিশাদের সুযোগ

ওয়ানডে দলে চলছে পরীক্ষা-নিরীক্ষা। টি-টোয়েন্টিতেও ওই পথে হাঁটছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। ডাক পাওয়া দুইজনের চাওয়া এখন পারফর্ম করা। রিশাদের জন্য চ্যালেঞ্জ সুযোগ পেলে কাজে লাগানোর। অপরদিকে জাকের আলী অনিক চান নিজেকে প্রমাণ করতে।

গতকাল আবাহনী-মোহামেডান লড়াইয়ের মাঝেই ঘোষণা করা হয় টি-টোয়েন্টি স্কোয়াড। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারানোর সঙ্গে জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া। সব মিলিয়ে দুজনের চোখেই ছিল উচ্ছ্বাস। তবুও নিজেদের পা মাটিতেই রেখেছেন জাকের-রিশাদ।

আরও পড়ুন : প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে রিশাদ-অনিক

সবশেষ বিসিএলে ব্যাট হাতে তিন সেঞ্চুরিতে ৩৯২ রান করা জাকের বিপিএলেও ছিলেন সপ্রতিভ। ১২০ স্ট্রাইক রেটে করেন ১৭৫ রান। এরপরেই জাতীয় দলে ডাক পাওয়া জাকেরের চাওয়া এখন নিজেকে প্রমাণ করার। তিনি নিজেও জানেন তাকে পরীক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

জাকের বলেন, ‘উনারা আগেও বলেছেন, ক্রিকেটারদের বাজিয়ে দেখছেন। তো ওই একটা প্রক্রিয়ার মধ্যে আমিও হয়তো পড়েছি। আমাকে প্রমাণ করার জন্যই ওখানে ডাকা হয়েছে। আমি চেষ্টা করব।’ টি-টোয়েন্টি ফরম্যাট বলে বিপিএলে যা করেছেন সেটাতেই নজর তার, ‘যেহেতু টি-টোয়েন্টিতে ডাকা হয়েছে, বিপিএলে আমি যে ধরনের দায়িত্ব পালন করেছিলাম, চেষ্টা করব ওই ধরনের ক্যামিও ইনিংসগুলো খেলার।’

দলে ডাক পাওয়ার খবর ম্যাচের মাঝে পেলেও আগেই ইঙ্গিত পেয়েছিলেন জাকের। তার নিজের মনে হয়েছে ক্যারিয়ারের সেরা সময়েই দলে ডাক পেলেন। জাকের বলেন, ‘আমি ম্যাচের মধ্যেই জানতে পেরেছি টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছি। (খালেদ মাহমুদ) সুজন স্যার আমাকে আগেই জানিয়েছিলেন যে, ‘প্রস্তুত থাকিস। হয়তোবা হতে পারে।’ সেরা সময়েই আমার মনে হয় ডাকা হয়েছে।

দলের প্রয়োজনে যেখানেই নামানো হোক সেখানেই খেলতে প্রস্তুত জাকের। পাশাপাশি শেষের দিকে স্লগ ওভারের প্রস্তুতিও নিয়ে রেখেছেন, ‘আমি বিপিএলে এরকম জায়গায়ই (শেষ দিকের ওভারে) ব্যাটিং করেছিলাম। তখন আমার ওরকম পরিকল্পনা নিয়ে অনুশীলনের অভিজ্ঞতা আছে। আমি ঘরোয়াতেও আবাহনীর যে অনুশীলন, ওখানেও আমি স্লগের কিছু অনুশীলন করে নিয়েছি।’

অন্যদিকে রিশাদের জন্য চ্যালেঞ্জটা আরও বড়। কারণ, বাংলাদেশের ক্রিকেটে বরাবরই ব্রাত্য লেগ স্পিনাররা। ম্যাচ না পাওয়ার দায় নিজেদের কাঁধেই নিয়েছেন। সুযোগ পেয়ে চ্যালেঞ্জ কাজে লাগাতে না পারার ব্যর্থতাই মূল কারণ বলে মনে করেন, ‘আমার মনে হয়, এটা (ম্যাচ না পাওয়া) আমাদেরই হয়তো বা ঘাটতি যে আমরা সুযোগ পাচ্ছি কিন্তু কাজে লাগাতে পারছি না। এটা আমাদেরই পরিবর্তন করতে হবে।’ জাতীয় দলে ডাক পাওয়া এই লেগ স্পিনার আগে ছিলেন দলের নেট বোলার হিসেবে। সেখান থেকে সরাসরি দলে ডাক পাওয়া রিশাদের চাওয়া দুটি সুযোগ পেলে সেটাকেই কাজে লাগানোর, ‘আমি হয়তো সুযোগ পেয়েছি দুইটা, আমাকে দুইটার মধ্যেই সুযোগ কাজে লাগাতে হবে। তাহলে আমি পরবর্তীকালে আরও সুযোগ পাব ইনশাআল্লাহ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা