× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৯:৩৬ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২১:৫৪ পিএম

বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা

৩৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে। বিশ্বকাপজয়ীদের নিয়ে বিজয় র‌্যালি হয়েছে। শুধু অপেক্ষা ফুরায়নি আলবিসেলেস্তেদের। কাতার বিশ্বকাপ জয়ের পর তিন মাস পেরিয়ে গেলেও মেসি-ডি মারিয়াদের নিজেদের মাঠে বরণ করা হয়নি। সেই অপেক্ষাও ঘুচে যাচ্ছে রাত পোহালে। বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো নিজেদের মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ পানামা। শক্তিমত্তায় পানামা পিছিয়ে থাকলেও আলবিসেলেস্তেদের আগ্রহের তুঙ্গে ম্যাচটি। টিকিট পেতে রীতিমতো যুদ্ধ হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় এল মনুমেন্টাল স্টেডিয়ামে মাঠে নামার আগে দেশে ফিরেছেন দেশটির মহাতারকা মেসি। ম্যাচের আগে মঙ্গলবার মন খুলে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনিও।

কাতার বিশ্বকাপের পর এই প্রথম সব ফুটবলারকে একসঙ্গে পেয়েছেন স্কালোনি। এ নিয়ে তিনি বলেন, ‘আমি শিরোপা জয়ের জন্য তাদের আবার ধন্যবাদ জানাই। এখন উদযাপন করার সময় কিন্তু আমাদের আগের চেয়ে বেশি ঘাম ঝরাতে হবে। কারণ তারা মরিয়া হয়ে চাইবে আমাদের হারাতে। আমাদের সবার কাছ থেকে সমর্থন দরকার, কারণ আমাদের জন্য সবকিছু আরও কঠিন হবে।’

আরও পড়ুন : ম্যারাডোনার নাতির ফুটবল অভিষেক

জাতীয় দল সম্পর্কে স্কালোনি বলেন, ‘এখন নতুন প্রক্রিয়া শুরু হবে। যারা বিশ্বচ্যাম্পিয়ন তারা কোনো বাড়তি সুবিধা পাবে না। অনেক তরুণ আছে যারা বেড়ে উঠছে এবং উচ্চস্তরে খেলতে চায়।’

আর্জেন্টিনার হয়ে মেসির খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে, সে এখানে খেলতে এসেছে। তিনি কিছু না বলা পর্যন্ত আমরা চালিয়ে যাব। যখন সে ধারণা পরিবর্তন করবে, আমি তাকে বোঝানোর চেষ্টা করব।’

পাপু গোমেজ এবং আলেজান্দ্রো গার্নাচোর ইনজুরি সম্পর্কে বলেন, ‘তাদের অনুপস্থিতি দুঃখজনক। বিশেষ করে পাপু, সে এ ম্যাচে থাকার যোগ্য ছিল। এটা বোধগম্য যে তারা তাকে আসতে দেবে না। তবে সে আমাদের সঙ্গে এক বা দুই দিনের জন্য থাকতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। দুর্ভাগ্যক্রমে ইনজুরির কারণে গার্নাচো আসতে পারেনি। আমরা বিশ্বাস করি পরবর্তীকালে ডাকলে সে আসবে। সে এমন একজন যাকে ঘিরে আমাদের অনেক আশা।’

পানামা এবং কিউরাসাও প্রীতি ম্যাচ নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা অন্য সব ম্যাচে যেভাবে খেলি এটিও সেভাবেই খেলব। উদযাপন এবং সবকিছুই সুন্দর কিন্তু মাঠে আমাদের কাজ করতে হবে।’ বিশ্বকাপ জয়ের পর এই দলটিকে আর্জেন্টিনার সর্বকালের সেরা দল বলেছিলেন রুদ্রিগো ডি পল। এ বিষয়ে স্কালোনি বলেন, ‘ডি পল যা বলেছে তা কেবল একটি মন্তব্য। ইতিহাসে কোন জাতীয় দল সেরা তা নিয়ে কথা বলা বোকামি। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তিনটিকেই বেছে নেব।’

কদিন আগেই সেরা কোচের পুরস্কার জিতেছেন স্কালোনি। সে সম্পর্কে বলেন, ‘আপনি যখন বিশ্বকাপ জেতেন, তখন প্রত্যাশা বেড়ে যায়। তবে আমি নিজেকে আনচেলত্তি এবং গার্দিওলার মতো একই স্তরে রাখতে পারি না। আমি পুরস্কার নিয়ে গর্বিত কিন্তু সেগুলো বড় কথা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা