× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিন্ন এক হ্যাটট্রিক মাধেব্রের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ০২:১১ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৩:৩৬ পিএম

ভিন্ন এক হ্যাটট্রিক মাধেব্রের

৪২ বলে দরকার ৫৯ রান, হাতে ৭ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়টা একরকম হাতের মুঠোয়। ৪৪তম ওভারে হিসাবটা বদলেই দিলেন ওয়েসলি মাধেব্রে। মাঝেমধ্যেই বল ঘোরান, তবে এত বেশি কার্যকর নন এই ২২ বছর বয়সি। ডাচ্দের পেয়ে কার্যকর হয়ে উঠলেন। শুধু কার্যকর নয়, জয়ের নায়কও হয়ে ওঠেন মাধেব্রে। বল হাতে তার হ্যাটট্রিকে খেলার গতিপথ পাল্টে গেল। ডাচরা হারল ১ রানে।

আরও পড়ুন : পেস-উৎসবের এক ম্যাচ

তৃতীয় জিম্বাবুইয়ান হিসেবে হ্যাটট্রিক করার পথে সাবেক প্রোটিয়া পেসার শার্ল ল্যাঙ্গারভেল্টের সঙ্গী হয়েছেন। ১ রানে ম্যাচ নিষ্পত্তি হয়েছে এমন ওয়ানডেতে এটা দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটা শার্ল ল্যাঙ্গারভেল্টের। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

মাধেব্রের হ্যাটট্রিক ঠিক ডাচ্দের বিপক্ষে সেটা বলাটা কঠিন। বরং বলা যায় তিন দেশের বিপক্ষে। যে তিন ব্যাটারকে আউট করেছেন, তিনজনের জন্ম তিন দেশে। কলিন অ্যাকারম্যান দক্ষিণ আফ্রিকা, তেজা নিদারমানুরু ভারতে ও পল ফল ম্যাক্রেনের জন্ম নেদারল্যান্ডসে। জন্ম যেখানেই হোক, প্রতিনিধি ডাচ্দের। ইউরোপের দেশটির বিপক্ষে হ্যাটট্রিক, সেটা বলা যায় শতভাগ নিশ্চিত করেই।

হ্যাটট্রিকের আগে ব্যাট হাতে ৫০ বলে মাধেব্রের সংগ্রহ ৪৩। তাতেই ম্যাচসেরা মাধেব্রে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা