× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির গোলে বিশ্বচ্যাম্পিয়নদের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ০৮:১৮ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১১:৫১ এএম

মেসির গোলে বিশ্বচ্যাম্পিয়নদের জয়

কাতারের লুসেইলে বিশ্বকাপের সমীকরণ মিলিয়ে দেওয়া আর্জেন্টিনা মাঠে নেমেছিল প্রথমবার। এল মনুমেন্টাল স্টেডিয়ামে কম শক্তির পানামার বিপক্ষে যদিও গোল পেতে ধুঁকেছে চ্যাম্পিয়ন দল। তিন তারা খচিত জার্সি পরা আলবিসেলেস্তে দলকে শেষ পর্যন্ত আরেকবার বিপন্মুক্ত করেন বিশ্বকাপের নায়ক লিওনেল মেসি। শেষ সময়ে তার ফ্রি-কিকের গোলে নিশ্চিত হয় জয়।

নিচের দিকের র‌্যাংকিংয়ের পানামার বিপক্ষে শুক্রবার ভোরে থিয়াগো আলমাদার পর ৮৯ মিনিটে মেসি আনেন দ্বিতীয় গোল। বল দখল, গোলে শট বা আক্রমণ—প্রতিপক্ষের ওপর রোলার কোস্টার চালানো আর্জেন্টিনা প্রথম গোল পায় দ্বিতীয়ার্ধে।

ঘরের মাঠে দুর্দান্ত দক্ষতা দেখায় পানামা, প্রথমার্ধের পর খেলার ৭৮ মিনিট পর্যন্ত অক্ষত রাখে জাল। যদিও মেসি-এনজোদের আক্রমণে তটস্থ থাকে স্বাগতিকদের রক্ষণভাগ। ৭৫ শতাংশ বল দখলের দিনে ৩৫ বার শট নিয়েছে আর্জেন্টিনা, লক্ষ্যে ছিল দশবার। বিশ্বচ্যাম্পিয়নদের নতুন পথচলার শুরুটাও হয়েছে দাপুটে।

আরও পড়ুন : রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের জয়

দুবার ফ্রি-কিক থেকে ব্যর্থ হওয়ার পর ৮৯ মিনিটে সফল হন মেসি। তাতেই ক্লাব ও জাতীয় দলের হয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড। আর্জেন্টিনার হয়ে এটি তার ৯৯তম গোল। ক্লাবে তার গোল ৭০১টি। মেসির রেকর্ডময় ম্যাচটি শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে নেয় লিওনেল স্কালোনির বিশ্বচ্যাম্পিয়ন দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা