× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাশিম আমলা ‍মুসলিম ক্রিকেটারদের আদর্শ

শান্ত রিমন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৫:১৭ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৫:২৩ পিএম

হাশিম আমলা ‍মুসলিম ক্রিকেটারদের আদর্শ

ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলি ২০২১ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমলাকে প্রথমবার টেলিভিশনে দেখেই তিনি ক্রিকেটের প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন। ব্যক্তি কিংবা ক্রিকেটার আমলা মুসলিম ক্রিকেটারদের জন্য হতে পারেন আদর্শ। তার জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে মানুষ হয়ে উঠতে পারেন যেকেউ। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা সে রকমই এক নাম। যিনি বিশ্বজুড়ে ক্রিকেট নিয়ে মাতালেও ভুলে যাননি ধর্মীয় অনুশাসন। কঠিন পরিস্থিতিতে নিজে যেমন শান্ত থেকেছেন, তেমনি সতীর্থদের আশ্বস্ত করেছেন এই বলে, ‘বিশ্বাস রাখো, আল্লাহ আছেন, যা উত্তম তাই তিনি তোমার জন্য রেখেছেন।’

‘হয়তো দিন, সপ্তাহ, মাস কিংবা বছর লেগে যাবে। আমি তোমাকে নিয়ে বই লিখে ফেলতে পারব, তুমি ছিলে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল’ 

বিশ্বজুড়ে ক্রিকেট মাতানো হাশিম সতীর্থদের কাছে ছিলেন আদর্শ। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের নিরাপদ আশ্রয়স্থল। সে কারণেই তার ক্রিকেট ছাড়ার ঘোষণায় সবচেয়ে বেশি আবেগাপ্লুত হয়েছেন ভিলিয়ার্স। আমলাকে ভাই সম্বোধন করে তিনি বলেন, ‘হয়তো দিন, সপ্তাহ, মাস কিংবা বছর লেগে যাবে। আমি তোমাকে নিয়ে বই লিখে ফেলতে পারব, তুমি ছিলে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।’ মাঠের বাইরের আমলাও অনেকটা সে রকম। ব্যক্তিজীবনে কঠোর ধর্মীয় রীতি মেনে চলেছেন সব সময়। আলো ঝলমলে রঙিন দুনিয়ার মোহে কখনও পথ হারাননি। ক্রিকেটের বাইরে যতটুকু সময় পেয়েছেন আল্লাহর কাছে প্রার্থনায় নিজেকে ব্যস্ত রেখেছেন। যার প্রমাণ মিলে দেশে-বিদেশে তার ভ্রমণের ছবির দিকে তাকালে।

আলো ঝলমলে রঙিন দুনিয়ার মোহে কখনও পথ হারাননি হাশিম আমলা

আরও পড়ুন: বাবার সেই ছোট্ট রাজকন্যার স্বপ্নপূরণের গল্প

সফরকালীন বিমানে কিংবা বাসে কখনোই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে দেখা যায় না তাকে। বরং সঙ্গে বইয়ে বেড়ানো কুরআন তিলাওয়াত করেন, তসবিতে আল্লাহর নাম নেন। কেবল নিজেই নন, জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া সুমাইয়া আমলাকেও ধর্মীয় অনুশাসন মানতে সাহায্য করেন। ব্যক্তিজীবনে দুই সন্তানের পিতা আমলা।

২০১৯ সালে সবশেষ ম্যাচ খেলে অবসর বলার আগে ২৫ হাজার আন্তর্জাতিক রানের কীর্তি গড়েছেন আমলা

আমলার জীবনদর্শন যে সবাই পছন্দ করেন সেই উত্তর মেলে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স অ্যানালিস্ট প্রসন্ন অ্যাগোরামের লেখা একটি কলামে, ওই কলামে তিনি আমলাকে তার দেখা সেরা মানুষ হিসেবে আখ্যা দেন। সঙ্গে স্মৃতিচারণ করে বলেন, ‘আমি একবার প্লেটের খাবার শেষ করতে পারছিলাম না। খাবার রেখেই উঠে যাচ্ছিলাম, পরে আমলা সেই খাবার নিজের প্লেটে নিয়ে তৃপ্তি নিয়ে খায়। সে কখনোই খাবার নষ্ট করে না।’

আরও পড়ুন: হ্যাপি বার্থডে থ্রি স্টার

আমলাকে নিয়ে তিনি আরও বলেন, ‘আমলার সবচেয়ে বড় গুণ সে সবার খেয়াল রাখে। ক্রিকেটারদের ভালো-খারাপ সব সময় সে খোঁজখবর রাখে। আমি রুটি, ভাত মিস করতাম, সেটা আমলা বুঝতে পেরে দক্ষিণ আফ্রিকায় তার বন্ধুদের বাড়ি নিয়ে যেত আমাকে।’

 ‘আমি একবার প্লেটের খাবার শেষ করতে পারছিলাম না। খাবার রেখেই উঠে যাচ্ছিলাম, পরে আমলা সেই খাবার নিজের প্লেটে নিয়ে তৃপ্তি নিয়ে খায়। সে কখনোই খাবার নষ্ট করে না।’

জনপ্রিয় আম্পায়ার আলিম দারকে বর্তমানে দাড়ি রাখা অবস্থায় দেখা যায়। এর পেছনেও জড়িয়ে আছে আমলার নাম। এ নিয়ে আলিম দার বলেন, আমলাকে দেখে তিনি দাড়ি রাখা শুরু করেন, যাতে করে মানুষ জানে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ে একজন মুসলমান আম্পায়ারিং করেন।

বিমানে আমলার কানে হেডফোন নয়, হাতে থাকত কোরআন শরিফ

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘ সময় প্রধান পৃষ্ঠপোষক ছিল একটি অ্যালকোহল বেভারেজ কোম্পানি, আমলা সচেতনভাবেই জার্সিতে ওই কোম্পানির লোগো এড়িয়ে চলতেন। এ ছাড়া ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর তার সতীর্থরা শ্যাম্পেইনের বোতল খুলে উল্লাসে মাতলে তা থেকে দূরে সরে যেতেন তিনি। কেবল যে মাঠেই ধর্মের নজির রেখেছেন তিনি তা নয়, মাঠের বাইরেও ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় ইনস্টগ্রামে প্রতিবাদ জানিয়েছেন তিনি। শোনা যায়, বহু সময় দান করছেন তিনি। তবে সেটি গোপনেই রাখতে পছন্দ করেন আমলা।

২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্টে অভিষেক হওয়ার পর ২০১৯ সালে সবশেষ ম্যাচ খেলে অবসর বলার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের কীর্তি গড়েন তিনি। যেই কীর্তি আছে বিশ্বের মাত্র ৫ ক্রিকেটারের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা