× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লঙ্কা ধসিয়ে কিউইদের বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৩:৩৫ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৯:৩৯ পিএম

লঙ্কা ধসিয়ে কিউইদের বড় জয়

নিউজিল্যান্ডে পথ হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী দল পেল ভুলে যাবার মত হার। একদিনের ক্রিকেটে ২০১৩ সালে কেনিয়ার পর শ্রীলঙ্কা একশর নিচে আটকাল দুবার। কিউইদের ছোঁড়া ২৭৪ রানের জবাবে সফরকারী লঙ্কানরা থেমেছে ৭৬ রানে, কদিন আগে ভারতের বিপক্ষে ৭৩ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে লঙ্কান দল দেখেছে ১৯৮ রানের বড় ব্যবধানের হার। দলীয় ১০০ রানের নিচে আটকে যাবার দিনে হেনরি সিপলির তোপে পড়ে তারা। অকল্যান্ডের ইডেন পার্কে পয়েন্ট খোয়ানো ম্যাচে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে দাসুন শানাকার দল৷ 

বর্তমানে ২২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের দশ নম্বরে আছে লঙ্কানরা। ১৬০ পয়েন্ট তুলে ইংল্যান্ডকে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড।

অকল্যান্ডে ২৭৪ রান তোলে অলআউট হয় নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম বাদে বাকি সবাই পেয়েছেন দুই অঙ্কের দেখা। ফিন অ্যালেন পেয়েছেন ম্যাচের একমাত্র ফিফটি, ৪৯ বলে ৫১ রান করেন হার্ডহিটার ওপেনার। এক রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি রাচিন রবীন্দ্র। মিচেল করেন ৪৭ রান। শেষ দিকে গ্লেন ফিলিপসের ৪২ বলে ৩৯ রানের ইনিংসে বড় পুঁজি নিশ্চিত করে স্বাগতিকরা। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ৪৩ রানে উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন চামিকা।

আরও পড়ুন: তারিকের গোলে সিশেলসকে হারাল বাংলাদেশ

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানের মধ্যে তারা দুই ওপেনারকেই হারায়। ২০ রানে কুশল মেন্ডিস ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের মাঝে সর্বোচ্চ ১৮ রান এসেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটে। ছাড়া দুই অঙ্ক পেরিয়েছেন কেবল চামিকা করুনারত্নে (১১) লাহিরু কুমারা (১০) শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন হেনরি সিপলি। ডানহাতি পেসার একাই নিয়েছেন উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন ড্যারিল মিচেল ব্লাইয়ার টিকনার। ফাইফার বনা দিনে দলকে - ব্যবধানে সিরিজে এগিয়ে দিয়ে ম্যাচের সেরা হয়েছেন সিপলি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা