× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে নবীর ‘সন্তুষ্টি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৩:৪২ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৩:৪৮ পিএম

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে নবীর ‘সন্তুষ্টি’

অথচ দলে থাকার কথা ছিল না মোহাম্মদ নবীর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ছেড়েছিলেন নেতৃত্ব, বাদ পড়েন দল থেকেও। ছোট ফরম্যাটের সিরিজে পাকিস্তানের বিপক্ষে ফিরে তার হাতেই ইতিহাস গড়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টি তো বটে, প্রতিবেশী দেশটির বিপক্ষে এটাই প্রথম জয়। শারজায় ইতিহাস গড়ার ম্যাচে বড় অবদান রাখতে পেরে যারপরনাই খুশি নবী, জানিয়েছেন সন্তুষ্টির কথা।

আফগান ক্রিকেটের ইতিহাস গড়ার দিনে পাকিস্তানের টপ থেকে মিডল হয়ে লোয়ার অর্ডার- ব্যাট হাতে ধুঁকেছে সবাই। শুক্রবার রাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামের স্লো এবং লো পিচে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ৯২ রান। ছোট লক্ষ্যের জবাবে নবীর ৩৮ রানে ভর করে ৬ উইকেট ও ১৩ বল থাকতেই জয় তুলে নেয় রশিদ খানের দল।

আরও পড়ুন : আর্জেন্টিনায় মেসিকে বিশেষ সম্মাননা

অলরাউন্ডিং পারফর্মে ম্যাচের সেরা হওয়া নবী বল হাতে ৩ ওভারে ১২ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে এনেছেন গুরুত্বপূর্ণ ৩৮ রান। আফগান অভিজ্ঞ অলরাউন্ডারের কাছে এটিই সেঞ্চুরি করার মতো ভালোলাগার অনুভূতি, ‘এমন কন্ডিশনে এই রানের লক্ষ্যে ব্যাট করাও কঠিন। বোলিংয়ে আমরা পাকিস্তানকে ১০০ রানের নিচে আটকে রাখতে চেয়েছিলাম। ব্যাট হাতে আমি দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে চেয়েছিলাম। আমাদের স্কোয়াডের অনেকেই বড় লিগগুলোতে খেলে, গত ১৫ দিন ধরে বেশ কয়েকজন এখানে ছিলেন। এখানে আমরা ঠিক পথেই ছিলাম। এই উইকেটে ৩৮ রান, সেঞ্চুরি করার অনুভূতি দিচ্ছে।’

শারজায় টস জিতে ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান তোলে একঝাঁক তারকাবিহীন পাকিস্তান। জবাবে ৪ উইকেটে ১৭.৫ ওভারে ৯৮ রান তোলে আফগানিস্তান। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে চারটি ওয়ানডে খেলে সবকটিতে হেরেছে আফগানিস্তান, চার টি-টোয়েন্টির চতুর্থ ম্যাচে ধরাশায়ী হয়েছে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২০ ওভারে ৯২/৯ (আইয়ুব ১৭, হারিস ৬, শফিক ০, তাহির ১৬, আজম ০, ওয়াসিম ১৮, শাদাব ১২, আশরাফ ২, নাসিম ২, জামান ৮, ইহসানউল্লাহ ৬; ফারুকি ২/১৩, ওমরজাই ১/২০, মুজিব ২/৯, নাভিন ১/১৯, রশিদ ১/১৫, নবী ২/১২)

আফগানিস্তান : ১৭.৫ ওভারে ৯৮/৪ (গুরবাজ ১৬, ইব্রাহিম ৯, নাইব ০, নবী ৩৮, জানাত ৭, নাজিবউল্লাহ ১৭; নাসিম ১/২৭, ইহসানউল্লাহ ২/১৭, ওয়াসিম ১/১১)

ফল : আফগানিস্তান ৬ উইকেটে জয়ী

ম্যাচসেরা : মোহাম্মদ নবী

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা