× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাহনীর চারে চার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৫:৪৬ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৫:৫০ পিএম

আবাহনীর চারে চার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) একের পর এক ম্যাচে ছুটছে আবাহনীর জয়রথ। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারানোর পর এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সকে একরকম উড়িয়েই দিয়েছে দলটি। আকবর আলীর গাজী গ্রুপ আবাহনীর কাছে হেরেছে ৮ উইকেটে।

গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ। স্কোরবোর্ডে ৮ রান তুলতেই ফেরেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও মেহেদি মারুফ। আবাহনীর বোলারদের তোপে কেউই ঠিকমতো ইনিংস বড় করতে পারছিলেন না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মাহমুদুল হাসান ৪৬ বলে করেন ৩০ রান। দলের সর্বোচ্চ ইনিংস আসে রবি তেজার ব্যাটে। ৫৩ বলে ৪১ রান করেন তিনি। শেষদিকে মেহেরব ২৪ বলে ২১ রান করলে দেড়শর কোটা পার করতে পারে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪৬ বল আগে ১৫৩ রানে থামে আকবর আলীর দল।

আরও পড়ুন : মুমিনুলের ৭৫, পিনাক ঘোষের ৭৯

আবাহনীর হয়ে সাইফউদ্দিন ৩৭ রানে নেন ৪ উইকেট। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে সিটি ক্লাবের রবিউল হকের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। গাজী গ্রুপের বিপক্ষে তানভীর ইসলাম ও রকিবুল হাসান দুটি করে উইকেট নেন। তানভীর এবারের আসরে ৯ উইকেট নিয়ে সেরা উইকেট সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন।

১৫৪ রানের ছোট লক্ষ্যে আবাহনী হারায় দুই উইকেট। ওপেনার এনামুল হক বিজয় ৩৮ রান করে আউট হন। সেঞ্চুরি দিয়ে আসর শুরু করলেও পরের তিন ম্যাচে মাত্র একবার হাফসেঞ্চুরি করতে পেরেছেন বিজয়। তিনে নামা মাহমুদুল হাসান জয় ফেরেন ৩৪ বলে ২৯ রানে। তবুও আবাহনীর জয় পাওয়া কঠিন হয়নি। ১০০ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন নাঈম শেখ। তার ওই ইনিংসেই আবাহনীর জয় সহজ হয়ে ওঠে। ১৫৬ গড়ে ৩১২ রান করে ডিপিএলের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ।

টানা চার ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে আবাহনী। নেট রান রেটে দুইয়ে থাকা শেখ জামালও চার ম্যাচ জিতেছে। দুই দলের নেট রান রেটের ব্যবধান ০.২৪৪। আবাহনী-শেখ জামাল ছাড়া চারটি করে ম্যাচ জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। বড় ক্লাবগুলোর মধ্যে এখনও জয়ের দেখা পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর

গাজী গ্রুপ ক্রিকেটার্স : ৪২.২ ওভারে ১৫৩/১০ (মাহমুদুল ৩০, রবি তেজা ৪১; তানভির ২/২৭, সাইফউদ্দিন ৪/৩০, রকিবুল ২/৩২)

আবাহনী লিমিটেড : ৩০.৫ ওভারে ১৫৪/২ (এনামুল ৩৮, নাঈম ৭৪*, জয় ২৯; হুসনা হাবিব ১/১৮, মেহেরব ১/১৩)

ফল : আবাহনী ৮ উইকেটে জয়ী

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা