× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাইয়ে আসছে পেনাল্টি নিয়মে বদল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৯:১৫ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৯:২৪ পিএম

জুলাইয়ে আসছে পেনাল্টি নিয়মে বদল

পেনাল্টি শ্যুট আউটের সময় প্রতিপক্ষের ওপর মনস্তাত্তিক গেম খেলেন এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপের ফাইনালই শুধু নয়, কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে লিগের ম্যাচেও আর্জেন্টিনা গোলরক্ষককে এমন পন্থা অবলম্বন করতে দেখা গেছে। পেনাল্টি নেওয়ার সময় মার্তিনেজের আচরণ নিয়ে তাই আগে থেকেই ছিল বিতর্ক। বিষয়টি নজর এড়ায়নি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফারও। তাই বদল এনেছে নিয়মে, দেওয়া হয়েছে কিছু নির্দেশনা।

পেনাল্টির সময় খেলোয়াড়দের যেন বিরক্ত করার মতো কোনো কাজ কোনো গোলরক্ষক করতে না পারে, সেজন্য নতুন নিয়ম আনতে চলছে ফুটবলের নিয়মপ্রণেতা সংস্থা আইএফএবি। জুলাইয়ের শুরু থেকে এসব নিয়ম চালু করা হবে। নিয়ম কার্যকর হলে পেনাল্টি নেওয়ার সময় গোলরক্ষকের গতিবিধি বেশ সীমিতই হয়ে পড়বে।

নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষককে অবশ্যই গোলপোস্টের নির্দিষ্ট লাইনের মধ্যে থাকতে হবে। নিয়মবহির্ভূতভাবে গোলরক্ষক এমন কোনো আচরণ করতে পারবেন না, যা পেনাল্টি শট নিতে আসা প্রতিপক্ষ খেলোয়াড়ের মনোযোগ নষ্ট করে। গোলরক্ষক পেনাল্টি নেওয়ার মুহূর্তে অযথা সময়ও নষ্ট করতে পারবে না। তা ছাড়া গোলরক্ষক পোস্ট, ক্রসবার কিংবা জালও স্পর্শ করতে পারবে না।

আরও পড়ুন: নতুন নিয়মে মানিয়ে নেবেন এমি

কোপা আমেরিকার সেমিফাইনালের পর কাতারে বিশ্বকাপের ফাইনাল—টাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ খেলেছিলেন মাইন্ড গেম। পেনাল্টি নিতে আসা প্রতিপক্ষের খেলোয়াড় যখন ডি-বক্সে এসেছে, তখন তাকে নানাভাবে বিরক্ত করে মনোযোগ কাড়ার চেষ্টা করতেন। কোপার পর বিশ্বকাপেও সফল হয়েছিলেন। কিন্তু পেনাল্টি নিয়ে আসতে চলা নতুন নিয়মের ফাঁদে পড়ে যাবেন এমি। তবে বিষয়টি নিয়ে খুব একটা ভাবছেন না বলে জানিয়েছিলেন কাতারের সেরা গোলরক্ষক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা