আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ শেষ। দুটো সিরিজেই শেষ হাসি বাংলাদেশই হেসেছে। সময় এবার টেস্টের। তবে তার আগে বড় প্রশ্ন, অধিনায়ক সাকিব আল হাসানকে পাবে তো বাংলাদেশ?
আরও পড়ুন : ম্যাচের ১২ ঘণ্টা আগে মুস্তাফিজকে উড়িয়ে নিল দিল্লি
এই প্রশ্ন উঠে আসছে, কারণ আইপিএল। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ১৬তম আসরের পর্দা উঠেছে গতকাল শুক্রবার। সাকিব আল হাসান এবার খেলছেন কলকাতা নাইট রাইডার্সে। আজ বিকালে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে তার দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের সঙ্গে। কলকাতা নাইট রাইডার্সের মিডিয়া ম্যানেজার হিমানীশ ভট্টাচার্য প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘মোহালিতেই তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।’
তবে সেটা হতে হলে তো আগে তাকে এনওসি পেতে হবে বিসিবির কাছ থেকে! বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সেই এনওসি এখনও সাকিবকে দেওয়াই হয়নি। গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন, ‘আমরা ওদেরকে বলেছি... আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ্যাভেইলেভেল আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনো দিন পরিবর্তন হয় তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার। আমরা তো কিছু জানাইনি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন তাহলে দিতে পারেন। আমরা এখনও দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না।’
তার মানে দাঁড়াচ্ছে আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে তাকে পাওয়া যাবে- এমন প্রশ্ন ধেয়ে গিয়েছিল পাপনের কাছে। কিন্তু বোর্ড সভাপতি সেখানেও দিয়েছেন বেশ কূটনৈতিক এক উত্তর। তার কথা ছিল, ‘এখন পর্যন্ত টেস্ট নাও খেলতে পারে। তার মানে এই তো নয় যে আইপিএল খেলতে যাচ্ছে।’
এরপর আবার এটাও জানালেন, সাকিবের টেস্টে না খেলার কোনো কারণই দেখছেন না তিনি। তার কথা, ‘আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন? একটা কারণ তো থাকতে হয় না খেলার পেছনে। আমি এভাবে দেখি আর কি।’
আইপিএলে এবার সাকিবের সঙ্গে সুযোগ পেয়েছেন লিটন দাস, তিনি আবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সেই। এর বাইরে আছেন মুস্তাফিজুর রহমান, তার দল দিল্লি ক্যাপিটালস। আইপিএলে বহুদিন পর তিন বাংলাদেশির নাম যুক্ত হয়েছে। তাদের নিয়ে প্রত্যাশা কী, জানতে চাইলে পাপন তাদের মাঠে নামা নিয়েই সন্দেহ প্রকাশ করেন।
তার কথা, ‘খেলাবে কি না তাও তো জানি না। আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে তাহলে আমি প্রত্যাশা করতে পারি। যদি না খেলায় তাহলে কী প্রত্যাশা করব। আগে দেখি খেলায় কি না।’
৪ এপ্রিল থেকে মিরপুরে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট ম্যাচের সিরিজ। এই টেস্টে সাকিব খেলছেন নাকি খেলছেন না, সেই বিতর্ক শুরু হয়েছে আইপিএলকে ঘিরে। বিসিবি আগেই জানিয়েছিল জাতীয় দলের খেলা থাকলে আইপিএলের জন্য কাউকে ছাড়া হবে না। তবে বিসিবি সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারবে কি না- সেই সিদ্ধান্ত জানা যাবে আজ। বিসিবির একটি সূত্র জানিয়েছে আজ ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা হবে।
-সেই দলে সাকিব আছেন কি না, এই প্রশ্নের উত্তর খোদ নির্বাচকরাও জানেন না! জানা গেছে সাকিবসহ এবং সাকিববিহীন- এই ধরনের দুটো টেস্ট দলের তালিকা ঠিক করে রেখেছেন নির্বাচকরা। এখন অপেক্ষা বিসিবি সভাপতির সিদ্ধান্তের ওপর। তিনি সাকিবকে ছুটি দিলে সাকিব আইপিএলে যাবেন। না দিলে ঢাকা টেস্টে ৪ এপ্রিল টস করতে নামবেন।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.