× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বাজে দিন গেছে, মেনে নিয়েছি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২৩:১২ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ২৩:২০ পিএম

‘বাজে দিন গেছে, মেনে নিয়েছি’

পপাত ধরণিতল বোধহয় একেই বলে। আগের দুই ম্যাচে ২০০ ছাড়ানো রান করা বাংলাদেশ তৃতীয় ম্যাচে যে ১৫০-ও করতে পারল না! সিরিজ জয়টা আগে থেকেই নিশ্চিত ছিল, শেষ ম্যাচের ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করা হলো না এই যা। তবে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ জানালেন, মানসিকতাটা আগের ম্যাচের মতোই ছিল দলের। তবে এক্সিকিউশনটা হয়নি, তাই বাজে দিন কেটেছে, সেটাও মেনে নিয়েছে দল।

আরও পড়ুন : আইরিশদের হারানোর কিছু নেই

আগের দুই ম্যাচে পাওয়ার প্লেতেই আইরিশদের ছিটকে দিয়েছিল বাংলাদেশ। তুলেছিল যথাক্রমে ৮১ আর ৭৩ রান। তৃতীয় ম্যাচেও ছয় ওভার শেষেই একটা দল ছিটকে গেল ম্যাচ থেকে, তবে সে দলটা আয়ারল্যান্ড নয়, বাংলাদেশ। ছয় ওভারে ৪ আর সাত ওভারে ৫ উইকেট খুইয়ে বসলে তো আর ম্যাচে ফেরার পথ থাকে না। বিশেষ করে যখন আপনি খেলবেন একটা ব্যাটার কম নিয়ে।

তবে তাসকিন জানালেন, মানসিকতা, পরিকল্পনাটা আগের মতোই ছিল দলের। শুধু মাঠের পারফরম্যান্সে ভজঘট পেকে গেছে এই যা। খানিকটা দুর্ভাগ্যও সঙ্গী হয়েছে দলের- অভিমত তার। 

তিনি বলেন, ‘উইকেট ভালোই ছিল, দুর্ভাগ্যজনকভাবে আজ দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু ইনটেন্ট আগের দুই ম্যাচের মতোই ছিল। তখন রান হয়েছে আজ দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেছে। আসলে আরেকটু ভালো ব্যাটিং হয়তো করতে পারতাম আমরা, কারণ আমাদের সেই সামর্থ্য আছে। আনফরচুনেটলি সেটা হয়ে গেছে। কিন্তু আমাদের সবার ইনটেন্ট এমন ছিল যে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা, আক্রমণাত্মক খেলা। আজ বাজে একটা দিন ছিল আসলে।’ 

এই মানসিকতাই আগের দুই ম্যাচে দুইশ রানের পুঁজি এনে দিয়েছিল দলকে, সেটাও মনে করিয়ে দিলেন তাসকিন।

বললেন, ‘আজকে হয়তো আমরা ব্যাটিং ওয়াইজ কলাপস করেছি। এ রকম ইনটেন্ট না থাকলে কিন্তু দুইটা ম্যাচে দুইশো হতো না। আমরা যদি আগামীতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই আমাদের ইনটেন্টটা থাকতে হবে। বোলার, ব্যাটার সবারই আগ্রাসী মানসিকতা নিয়ে এগোতে হবে। কিছু কিছু দিন হয়তো এ রকম ইনটেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগোব। এমন নয় যে ভয়ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করবে। ফেল করার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা। এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

তাসকিন জানালেন, ভবিষ্যতেও এই মানসিকতায় বদল আসবে না খুব একটা। ব্যর্থতার ভয় ঝেরে ফেলেই মাঠে নামবে দল। তিনি বলেন, ‘সামনে যেমন বড় বড় দলের সঙ্গে ভালো উইকেটে খেলা হবে। প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও থাকবে। আমাদের কিন্তু রান করতেই হবে ভাই। এই ইনটেন্ট আমাদের সাহায্য করবে। কিছু দিন ধস হতেই পারে। আমি মনে করি না যে আমরা আমাদের ইন্টেনসিটি বদল করব। আমাদের ম্যানেজমেন্ট বা খেলোয়াড়দের যে চিন্তাধারা- ব্যাটিং, বোলিং দুই বিভাগে আমরা আগ্রাসী ক্রিকেট খেলব আগামীতে। ম্যানেজমেন্ট আমাদেরকে বলেছে ফেয়ারলেস থাকি, এটা আমাদের আগামীতে বড় দল হতে সাহায্য করবে।’

পুরো সিরিজে ৮ উইকেট নিয়েছেন। শেষ ম্যাচেও নিয়েছিলেন একটি উইকেট, তাতে বেশ কিছুক্ষণ বেঁচে ছিল বাংলাদেশের জেতার আশা। সিরিজ সেরার পুরস্কারটা উঠেছে হাতে, তারপরও খানিকটা অতৃপ্তি তাই থেকেই যাচ্ছে তাসকিনের। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্লেয়ার অব দ্য সিরিজ হতে পেরে অবশ্যই ভালো লাগছে। কিন্তু আজ জিততে পারলে মনটা আরেকটু খুশি হতো। কিন্তু এটাই তো ক্রিকেট, হারব-জিতব। জিততে পারলে ভালো লাগত। এটাও আমরা মেনে নিয়েছি যে বাজে দিন ছিল। তবে সামনে ভালো হবে ইনশাআল্লাহ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা