× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এল ক্লাসিকো

ন্যু ক্যাম্পে ফাইনাল নিশ্চিতের লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ০৪:৩৪ এএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১১:৫১ এএম

ন্যু ক্যাম্পে ফাইনাল নিশ্চিতের লড়াই

হার রুখতে পারলেই নিশ্চিত শিরোপার মঞ্চ—বার্সেলোনার জন্য কোপা দেল রে-র সমীকরণটি সহজ বটে! খানিকটা চাপে উড়তে থাকা রিয়াল মাদ্রিদ। শেষ চারের প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা মাদ্রিদের ক্লাবটি সবশেষ পাঁচ এল ক্লাসিকোর চারটিতেই হেরেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনবারের দেখায় জিতেছে একবার। মাদ্রিদের ওপর শাকের আঁটি হয়ে আছে ন্যু ক্যাম্প। ফাইনালের টিকিট কাটতে আজ রাতে ঘরের মাঠে শুধু হার এড়ালেই চলবে বার্সার। কার্লো আনচেলত্তির শিষ্যদের জিততে হবে, তা-ও অন্তত ২ গোলের ব্যবধানে।

সবশেষ এল ক্লাসিকোতেও হেসেছে জাভি হার্নান্দেজের দল। স্প্যানিশ সুপার কাপে ট্রফি জেতা দলটি এগিয়ে আছে কোপা দেল রে-র শিরোপার লড়াইয়েও। সব প্রতিযোগিতার বিচারে ন্যু ক্যাম্পে রিয়ালের চেয়ে এগিয়ে থাকবে বার্সেলোনা। শেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে আনচেলত্তির দল। সেখানে কাতালান ক্লাবটি সবকটিতে তুলছে পূর্ণ পয়েন্ট। লা লিগায় রিয়ালকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের দৌড়েও এগিয়ে বার্সা।

কোপা দেল রে-তে টিকে থাকার লড়াইয়ের আগে জয়ের ধারায় ফিরেছে রিয়াল। দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে নিজেকে জানান দিয়েছেন করিম বেনজেমা। ভিনিসিয়ুস, রদ্রিগোরাও আছেন সেরা ছন্দে। অন্যদিকে চোটে ভোগা বার্সাও ছাড় দিতে প্রস্তুত নয়। শিরোপার লড়াইয়ে প্রথম লেগে পিছিয়ে পড়ার পর আনচেলত্তি বলেছিলেন, শেষ হয়ে যায়নি সব।

জাভিও শুনিয়েছিলেন দল নিয়ে দৃঢ়তা। আন্তর্জাতিক বিরতির পর এলচের বিপক্ষে লেভানডোভস্কি-তোরেসরা মেতে ছিলেন গোল উৎসবে। এবার শিরোপার দৌড়ে টিকে থাকতে স্বাগতিকদের রুখতে হবে স্রেফ হার। মর্যাদার লড়াইয়ের উত্তাপ রিয়ালের জন্য বাড়িয়ে দিয়েছে ফাইনালের টিকিট নিশ্চিতের সমীকরণ।

পরিসংখ্যানের খেরোখাতা বলছে, আত্মবিশ্বাসে টইটম্বুর বার্সা এই মঞ্চেও এগিয়ে। মুখোমুখি দেখায়ও বার্সার চেয়ে ঢের পিছিয়ে আনচেলত্তির শিষ্যরা। কোপা দেল রে-তে ৩৬ বারের দেখায় ১৬ বার জিতেছে বার্সা। ১২টি ম্যাচে জয় লস ব্লাঙ্কোসদের। অন্য আটটি ম্যাচ শেষ হয়েছে সমতায়। আসরে সেমিফাইনালে দল দুটি মুখোমুখি হয়েছে আটবার।

চলতি মাসে ঘরের মাঠে ২-১ ব্যবধানের জয়ের রাতটি ফেরাতে চাইবেন জাভি। অন্যদিকে ফাইনালের টিকিট নিশ্চিত ছাপিয়ে জমে থাকা সব বদলা সেমিতে নিতে চাইবে কার্লো আনচেলত্তির দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা