× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯৯ ও ২০০ ম্যাচের মধ্যে তফাত দেখেন না ধোনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৬:৪৬ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৭:৪৩ পিএম

১৯৯ ও ২০০ ম্যাচের মধ্যে তফাত দেখেন না ধোনি

মহেন্দ্র সিং ধোনির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জার্সিতে দলকে নেতৃত্ব দিয়ে ফেললেন ২০০ ম্যাচে। আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বুধবার ঘরের মাঠে গড়লেন নতুন এই মাইলফলক।

আরও পড়ুন - রোনালদোর সঙ্গে ঝামেলায় বরখাস্ত আল-নাসর কোচ

তবে রেকর্ড গড়ার দিনে হতাশা নিয়েই মাঠ ছেড়েছেন ধোনি। জমজমাট ও শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে তার দল চেন্নাই হেরে গেছে মাত্র ৩ রানের ব্যবধানে।

ম্যাচ শেষে ধোনি বললেন, এ নিয়ে কিছুই জানতেন না তিনি। আর এই রেকর্ডে কিছুই আসে যায় না তার, ‘সত্যি জানতামই না আমার ২০০তম ম্যাচ এটি। কিছু যায়-আসে না। মাইলফলক নিয়ে খুব একটা ভাবনা নেই আমার। ১৯৯ আর ২০০তম ম্যাচের মধ্যে তফাতটাই বা কতটুকু! এটি তেমন কোনো ব্যাপার নয়।‘

ডাবল সেঞ্চুরির মাইলফলক আসলে ধোনির কাছে কোনো বিষয় নয়। কারণ তার কাছে গুরুত্ব পায় মাঠের পারফরম্যান্স, ‘মূল বিষয় হচ্ছে, মাঠে কীভাবে নামছি। ক্রিকেট কতটা উপভোগ করছি। এটিই বেশি গুরুত্বপূর্ণ। ২০০তম ম্যাচ অবশ্যই ভালো। এত লম্বা সময় খেলতে পেরে সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞ আমি। তার সহায়তায় এই পর্যন্ত আসতে পেরেছি। তবে এই মাইলফলকে কিছু যায়-আসে না।’

জস বাটলারের (৫২) ফিফটিতে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি গড়ে রাজস্থান। দলীয় স্কোরে দেবদূত পাডিকাল যোগ করেন ৩৮ রান। রবিচন্দ্রন অশ্বিন ৩০ ও শিমরন হেটমার ৩০* রান এনে দেন। জবাবে ডেভন কনওয়ে (৫০) ফিফটিতে জয় বুনে ফেলেছিল চেন্নাই। আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৩১ রান। ধোনি (৩২*) ও রবীন্দ্র জাদেজার (২৫*) ঝড়ো ব্যাটিংয়ের পরও তীরে এসে তরি ডুবিয়ে দেয় তারা। ৬ উইকেট হারিয়ে ১৭২ রানে গুটিয়ে যায় চেন্নাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা