× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহাগ আজীবন নিষিদ্ধ, তদন্ত করবে ফেডারেশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১০:৫৫ এএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১১:০৩ এএম

সোহাগ আজীবন নিষিদ্ধ, তদন্ত করবে ফেডারেশন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা বড় সময় ধরেই ছিলেন আবু নাঈম সোহাগ। বাফুফেতে সোহাগ-যুগের ইতি ঘটেছে গত ১৪ এপ্রিল। বাংলা নববর্ষের রাতে ফিফার নিষেধাজ্ঞা নেমে আসে তার ওপর। আর্থিক অনিয়ম ও জালিয়াতির কারণে দুই বছরের নিষেধাজ্ঞা ও ১২ লাখ টাকা জরিমানার ফরমান কার্যত ফুটবলে তার ক্যারিয়ারেরও ইতি টেনে দেয়।

আরও পড়ুন : একাদশে লিটন-মুস্তাফিজ থাকলে আইপিএল দেখেন পাপন

সেই সোহাগকে এবার আজীবন নিষিদ্ধ করেছে বাফুফে। এখানেই শেষ নয়, অনিয়মের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করতে যাচ্ছে বাফুফে। 

গতকাল সোমবার (১৭ এপ্রিল) বাফুফের জরুরি সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে জানান বিষয় দুটি। তার নিষেধাজ্ঞার বিষয়ে সালাম বলেন, ‘ফিফা তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের আজকের সভায় তাকে ফুটবলের সঙ্গে কখনও সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে।’

নিষেধাজ্ঞা পাওয়ার পরের দিন গত শনিবার অবশ্য ব্যক্তিগত আইনজীবী আজমালুল হোসেনের মাধ্যমে এক বিবৃতিতে সোহাগ জানান, ফিফার দেওয়া দুই বছরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন তিনি। সেখানে শাস্তি থেকে মুক্তি পাওয়ার কিংবা মেয়াদ কমার একটা সম্ভাবনা ছিল তার। সেটা হলে বাফুফেতে ফেরারও একটা সুযোগ ছিল তার। তবে জরুরি সভার সিদ্ধান্ত অনুসারে সে রাস্তাটাও বন্ধ হয়ে গেল তার।

এখানেই শেষ নয়। সোহাগের এই নিষিদ্ধ হওয়ার পেছনের কারণ কী এবং কেন এমন হলোÑ পুরো বিষয়টাই তদন্ত করে দেখতে চাইছে বাফুফে। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন এ বিষয়ে বলেন, ‘পুরো ব্যাপারটাই খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি ৩০ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবে।’

এই তদন্তের দায়িত্বটা বাফুফে দিয়েছে সর্বমোট দশজনকে। দশজনের বিশেষ এই কমিটিতে আছেন বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান, কাজী নাবিল, মহিউদ্দিন আহমেদ মহি, আতাউর রহমান মানিক, সদস্য সত্যজিত দাস রুপু, জাকির হোসেন চৌধুরী, ইলিয়াস হোসেন। তাদের সঙ্গে একযোগে কাজ করবেন বাফুফের অভ্যন্তরীণ অডিট কমিটির তিন সদস্য। দশজনের এই কমিটি ৩০ দিনের মধ্যে বাফুফেকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন হস্তান্তর করবে। 

আর্থিক অসঙ্গতির দায়ের পুরোটা সোহাগের কাঁধেই চাপিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। তার কথা, ‘ফিফার রিপোর্টে ফিন্যান্স কমিটির কোনো ব্যর্থতার কথা লেখা নেই। এই ভুলটা সম্পূর্ণ সাধারণ সম্পাদকের ওপর বর্তায়। এর দায় আমরা নেব না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা