ফাইল ছবি
৩ থেকে ১২ আগস্ট ভারতের চেন্নাইয়ে বসতে যাচ্ছে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ছয় দলের বৈশ্বিক আসরে অংশ নিতে পাকিস্তানের জাতীয় হকি দলকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এখন পর্যন্ত আসরে অংশ নেওয়ার ব্যাপারে অবশ্য কিছুই জানায়নি পাকিস্তান।
প্রতিটি দেশকে ২৫ এপ্রিলের মধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে
১৫ বছর পর বসতে চলা বড় আসরটিতে পাকিস্তানকে রাখতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন ভারতের হকিকর্তারা। ভারত সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর পাকিস্তানকে খেলায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারতের হকি বোর্ড।
আরও পড়ুন : রদ্রিগোর জোড়া গোলে সেমিতে রিয়াল
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ভারত ছাড়াও পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান এবং চীনের খেলার কথা রয়েছে। প্রতিটি দেশকে ২৫ এপ্রিলের মধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
পাকিস্তানের হকি দল শেষবার ভারতে এসেছিল ২০১৮ সালে, বিশ্বকাপ হকিতে অংশ নিতে। ২০২১ সালে হকির জুনিয়র বিশ্বকাপেও দল পাঠিয়েছিল পাকিস্তান। তবে এবারের আসরে দল পাঠাবে কি না তা নির্ভর করছে অনেক প্রশ্নের ওপর। পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত যদি দল না পাঠায় তাহলে পাকিস্তান হকি ফেডারেশনও হয়তো বিষয়টি নিয়ে ভাববে!
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.