পিএসজিতে কিলিয়ান এমবাপেকে সর্বেসর্বা রূপে দেখছে ক্লাব ও সমর্থকরা। লিগ ওয়ানের ক্লাবটি বাড়িয়ে নিয়েছে চুক্তি, নানান সুবিধা সহ এমবাপেকে দিয়েছে বেশকিছু ক্ষমতা। কদিন আগে অধিনায়কত্বও করেছেন। ফরাসি ক্লাবটির সঙ্গেও ফ্রেঞ্চ স্ট্রাইকারের চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। সেই এমবাপেকেই কিনা পিএসজি ছাড়ার পরামর্শ দিচ্ছেন এমানুয়েল পেতিত। আবার যাকে নিয়ে ইতিমধ্যে বাজছে বিদায়ের সুর সেই মেসিকেই থাকতে বলছেন ফরাসি ডেরায়।
‘এমবাপে যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চায়, বিশ্বের সেরা খেলোয়াড় হতে চায় আর ব্যালন ডি’অর জিততে চায়। তাহলে তাকে পিএসজি ছাড়তে হবে’
পিএসজিতে লিওনেল মেসির শেষের শুরু দেখছেন অনেকে। ক্লাবের চুক্তি ফুরিয়ে আসতে চললেও আর্জেন্টাইন মহাতারকার নতুন চুক্তি নিয়ে এখনো বিশেষ অগ্রগতি নেই। ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা পেতিত তবুও চাচ্ছেন মেসি থাকুক ফরাসি ডেরায়। মূলত এমবাপের ভালোর জন্যই নাকি তাকে পিএসজি ছাড়ার পরামর্শ দিচ্ছেন পেতিত, ‘দুজনকেই কি বেছে নিতে পারি? একজনকে বেছে নেওয়া কঠিন। তবে আমি চাইব, এমবাপেই পিএসজি ছাড়ুক। এটা আমি চাইছি। কারণ, আমি একজন ফরাসি।’
আরও পড়ুন: বাবরের কাছের মানুষ যারা
শুধু স্বদেশি বলেই? পেতিত দিয়েছেন সেই ব্যাখাও, ‘ছেলেটা সেই ১৭ বছর বয়স থেকেই তারকা। সে ফ্রান্সের সব রেকর্ড ভেঙে ফেলেছে। কিন্তু সে যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চায়, বিশ্বের সেরা খেলোয়াড় হতে চায় আর ব্যালন ডি’অর জিততে চায়। তাহলে তাকে পিএসজি ছাড়তে হবে।’
গতবার দলবদলের সময়ে যাই-যাচ্ছি করেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাননি এমবাপে। বরং বিশেষ কিছু সুবিধা নিয়ে থেকে গেছেন পিএসজিতেই। পেতিতের মতে, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অর জিততে চাইলে ফরাসি ডেরা ছাড়াই উচিত, আর রিয়ালেই যাওয়া প্রয়োজন, ‘মনে হচ্ছে, রিয়াল মাদ্রিদের দরজা এখনো খোলা। আমার যত দূর মনে পড়ে, রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সম্প্রতি বলেছেন যে সে রিয়ালে আসতে চাইলে সব সময় স্বাগত।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.