× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তদন্ত কমিটি ‘নিরপেক্ষ’, দাবি সালাউদ্দিনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ০৯:৪৫ এএম

তদন্ত কমিটি ‘নিরপেক্ষ’, দাবি সালাউদ্দিনের

অনিয়মের দায়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ নিষিদ্ধ হন গত ১৪ এপ্রিল। এর দুদিন পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ বিষয়ে আরও তদন্তের জন্য বেঁধে দেন ১০ জনের এক কমিটি, যাদের অধিকাংশই আবার আছেন বাফুফের বর্তমান কমিটিতে। এই তদন্ত কমিটি নিরপেক্ষ হতে পারত কি না, এমন একটা প্রশ্ন উঠে আসছিল তখনই। এমন প্রশ্নের জবাবে এবার সালাউদ্দিন জানালেন, যে কমিটির কাছে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের, বাফুফের সদস্য হলেও তারা কাজ করবেন ‘নিরপেক্ষ’ হয়েই। 

নিরপেক্ষ তদন্ত কমিটির উদাহরণ ক্রীড়া দুনিয়ায় নেহাত কম নয়। ২০১৫ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক বিতর্কের অবসানের জন্য জাস্টিস লোধা কমিটিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে পাকিস্তান ক্রিকেটে ম্যাচ ফিক্সিং বিতর্কে তদন্ত করতে কাইয়ুম কমিশন গঠন করা হয়েছিল। তেমন কিছু বাফুফেতেও দেখা যেত কি না, এমন প্রশ্ন উঠে আসছিল।

গতকাল বাফুফে ভবনে কার্যনির্বাহী কমিটির সভার পর এমন প্রশ্নের মুখে পড়েছিলেন সভাপতি কাজী সালাউদ্দিনও। সে প্রশ্নের জবাবে তিনি রীতিমতো পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েই বলেন, ‘আমাদের এটাই নিরপেক্ষ। আপনি কি এই কমিটির সততাকে প্রশ্ন করছেন? আপনি কি নাবিলের ইন্টেগ্রিটিকে প্রশ্ন করছেন? তিনি একজন সংসদ সদস্য!’

বাফুফে সূত্র জানাচ্ছে, নিরপেক্ষ কমিটির হাতে তদন্তের দায়িত্ব সঁপে দেওয়ার কথা আগেও সভায় উঠেছে। কিন্তু হালে পানি পায়নি শেষমেশ। তাই কাজী নাবিল আহমেদের নেতৃত্বাধীন কমিটিই শেষমেশ পেয়েছে এই দায়িত্ব।

তবে সেই দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত তদন্তের কাজ শুরু হয়নি। সঙ্গে যোগ হয়েছে কাজ শুরুর আগেই তদন্ত কমিটির দুই সদস্য আতাউর রহমান ও মহিউদ্দিন আহমেদের ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সরে দাঁড়ানো। গতকাল বাফুফে ভবনে মহিউদ্দিন আহমেদ জানান, ‘ব্যক্তিগত ব্যস্ততার কারণে সরে যেতে হয়েছে। নির্বাচনের মৌসুম চলছে, ব্যক্তিগত, রাজনৈতিক কর্মসূচি আছে। সব কাজের মধ্যে সব সময় যে থাকতে হবে, এমন তো কোনো কথা নেই! নাবিল ভাইয়ের যে কমিটি আছে, তারাও যোগ্য।’

সেটা যে কারণেই হোক, তদন্তের অগ্রগতি না হওয়া, আর তাদের এই সরে দাঁড়ানোর ফলে এই তদন্ত কমিটি পড়েছে আরও প্রশ্নের মুখে।

কাজী নাবিলের নেতৃত্বাধীন তদন্ত কমিটি আগামী সপ্তাহে শুরু করবে তদন্ত। এরপর থেকে ৩০ কার্যদিবসে শেষ হবে যা। সালাউদ্দিনের কথা, ‘৩০ দিন পরে তিনি আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবেন। তিনি একটা সিদ্ধান্ত দেবেন, ফিফা যে তদন্ত করেছে, সেখানে আর কী কী আছে। কোনো জায়গায় কেউ ভুল করেছে নাকি। আমাদের ৩০টা দিন আরও অপেক্ষা করতে হবে। এরপর তিনি প্রতিবেদন দেবেন। তার প্রতিবেদনের পরই আমরা সিদ্ধান্ত নেব, কী কী করতে হবে।’ 

তদন্ত কমিটি থেকে ইতোমধ্যেই দুজন সরে দাঁড়িয়েছেন। তবে তাদের জায়গায় নতুন কাউকে আনা হবে না। বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, ‘কমিটিতে নতুন কোনো নাম যুক্ত হচ্ছে না, আমাদের যারা যারা আছেন, তারাই থাকবেন। আটজন নিয়েই চলবে।’

তবে তদন্ত কমিটির কাজের কলেবর কতটুকু থাকবে, সেটা নির্ধারণ করবে কমিটিই। নাবিল জানান, ‘আমার ৭ সহকর্মী, তারা অত্যন্ত বিজ্ঞ ও অভিজ্ঞ। আমরা আমাদের প্রথম মিটিংয়ে বসে কী করব না করব, সেটা নির্ধারণ করব।’

বাফুফের এই সভায় গতকাল সিদ্ধান্ত নেওয়া হয় নারী ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমোদন নিয়েও। কাজী সালাউদ্দিন জানান, এই টুর্নামেন্ট নারীদের বাড়তি আয়ের সুযোগ করে দেবে। সঙ্গে নারী ফুটবলকে এনে দেবে প্রাপ্য প্রচার, সঙ্গে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা তাদের করবে আরও ঋদ্ধ, মনে করেন বাফুফে সভাপতি।

এই সভায় সিদ্ধান্ত এসেছে ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় দুই দফায় ৬.৬২ মিলিয়ন ডলারের ফান্ডিং ব্যবহার নিয়েও। বাফুফে সভাপতি জানান, এই অর্থ দিয়ে কমলাপুর ও বাফুফের কৃত্রিম টার্ফ পরিবর্তন করার কথা। বাকি অর্থ ব্যবহার হবে কক্সবাজারের বাফুফে একাডেমিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা