× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলি-গম্ভীরকে হরভজনের পরামর্শ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১১:০৫ এএম

কোহলি-গম্ভীরকে হরভজনের পরামর্শ

উত্তপ্ত বাক্যবিনিময় এক সময় ধাক্কাধাক্কিতে রূপ নিয়েছে। সতীর্থরা এগিয়ে না আসলে আরও বাজে কিছু ঘটে যেত পারত। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর দুকথা শুনিয়ে দিয়েছেন কোহলিকে, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাবেক অধিনায়কও ছেড়ে কথা বলেননি—আঙুল উঁচিয়ে সতর্ক করেছেন গম্ভীরকে। সেই ঝামেলা দৈর্ঘে-প্রস্তে ছড়িয়েছে বহুদূর। তবে এসব ক্রিকেটের জন্য আদর্শ কিছু নয় বলে মনে করছেন হরভজন সিং। সাবেক সতীর্থ এবং অনুজদের নিজের ঘটনার কথা শুনিয়ে বলেছেন, ‘মিটমাট করে ফেলো।’

আইপিএলের ম্যাড়মেড়ে ম্যাচটিও বহুল আলোচিত এখন। কোহলি-গম্ভীরকে ঝামেলাকে কেন্দ্র করেই উত্তাপের পারদ সবচেয়ে বেশি চড়েছে। হরভজনের মতে, মানুষ এটা নিয়ে কথা বলতে পছন্দ করবে। তাতে বরং ঝামেলা না মিটে আরও বাড়বে।

সম্পর্ক রয়ে গেছে সেই আগের মতোই, কোহলি-গম্ভীরের দ্বন্দ্বটাও বেশ পুরোনো

নিজের ইউটিউব পেজে ভারতের সাবেক স্পিনার বলেছেন, ‘এটা এখানেই থামবে না। লোকেরা বিতর্ক চালাবেই। কার দোষ, কার নয়—এই নিয়ে চর্চা চলবে। ২০০৮ সালে আমার এবং শ্রীশান্তকেও একই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছিল। এখন ১৫ বছর পরে আমি এখনও এই বিষয়টি নিয়ে ভাবতে লজ্জা পাই।’

আরও পড়ুন:

নিজের সাথে শ্রীশান্তের ঘটনার উদাহরণ টেনে কোহলি-গম্ভীরকে ঝামেলা মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন ভাজ্জি খ্যাত তারকা, ‘কোহলি একজন কিংবদন্তি। এমন কিছুতে জড়িয়ে পড়া ওর উচিত হয়নি। তবে ও আবেগপ্রবণ। খেলতে নেমে আবেগের কারণেই এমন ঘটিয়েছে। সবাই এখন ঝাঁপিয়ে পড়ে খুঁজে বের করার চেষ্টা করবেন, ভুলটা কার—কোহলির, গম্ভীরের নাকি নাবিন উল হকের? কিন্তু এই ঘটনাটা ক্রিকেটের জন্য ভালো নয়। কোহলি, গম্ভীর দু’জনেই বড় খেলোয়াড়, দুজনেই আমার ছোট ভাইয়ের মতো। তাই বলছি, এই ঝামেলা করে কোনও লাভ নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা