× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিকে ধসিয়ে আইপিএলের প্লে অফে চেন্নাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ২০:২৬ পিএম

দিল্লিকে ধসিয়ে আইপিএলের প্লে অফে চেন্নাই

চেনা রূপটা দেখালেন রুতুরাজ গাইকাড আর ডেভন কনওয়ে। দুজনের শুরুর বিধ্বংসী ব্যাটিংই বলে দিচ্ছিল- জয়ের বিকল্প কোনো চিন্তা নিয়ে মাঠে নামেনি চেন্নাই সুপার কিংস (সিএসকে)। বাস্তবে হলোও তাই। দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানে ধসিয়ে আইপিএলের প্লে অফের টিকিট নিশ্চিত করল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির দল সিএসকে।

আরও পড়ুন - শিরোপা খোয়ালেও ‘ভিতে’ খুশি আর্তেতা

জয় দিয়ে মিশন শেষ করার সুযোগ ছিল দিল্লির সামনে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারল না মুস্তাফিজুর রহমানের দল। রুতুরাজ গাইকাড ও ডেভন কনওয়ের ব্যাটিং দাপটের ম্যাচে ব্যাট হাতে দৃঢ়তা দেখালেন ডেভিড ওয়ার্নারও। কিন্তু তার ৮৬ রানের দুরন্ত ইনিংসটি কোনো কাজেই আসলো না। ক্যাপ্টেন ব্যাট হাতে জ্বললেন। তবে বড্ড অসময়ে! হার দিয়েই এবারের আইপিএলে নিজেদের মিশন শেষ করল দিল্লি। নয়ে থাকা দলটি বিদায় নিল ১০ পয়েন্টের পুঁজি নিয়ে। আর ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে নাম লিখাল তাদের মাঠের শত্রু চেন্নাই।

লড়াইটা ছিল দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। কিন্তু টস জিতল চেন্নাই। শুধু টসই নয়। ম্যাচও ছিনিয়ে নিল তারা। যার শুরুটা হয়েছিল রুতুরাজ গাইকাড ও ডেভন কনওয়ের ব্যাটিং ঝলকে। কনওয়ে ৮৭ ও গাইকাড ৭৯ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলায় ৩ উইকেট হারিয়ে ২২৩ রানের বিশাল সংগ্রহ গড়ে চেন্নাই। সেই রানের পর্বতের নিচে চাপা পড়ে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ সৌরভ গাঙ্গুলির দিল্লি।

হিমালয়ের সমান লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে লড়লেন কেবল ওয়ার্নার। কিন্তু তার ফিফটি কেবল হারের ব্যবধান কমিয়েছে। এ ছাড়া আর কিছু নয়। বাকি ব্যাটাররা ব্যর্থতার গল্প লেখায় ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে গুটিয়ে যায় দিল্লি। তিন উইকেট নেন দীপক চাহার। দুটি করে উইকেট নেন মহেশ ঠিকশানা ও মাথিশা পাথিরানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা