সম্মানজনক আইসিসি মাস্টার এডুকেটর কোচ লেভেল টু শেষ করে শুভেচ্ছায় ভাসছেন আমিনুল ইসলাম বুলবুল। দুবাইয়ে আইসিসি ডেভেলপমেন্ট ইউনিটের অধীনে গত পরশু এই কোর্স শেষ করেছেন তিনি। এখন আরও উঁচুতে বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। বাংলাদেশের এই কিংবদন্তি এখন প্রশিক্ষণ দেবেন টিউটরদের। এমন অর্জনের পর অভিনন্দনে সিক্ত হচ্ছেন বুলবুল।
আরও পড়ুন : বুলবুল আরও উঁচুতে
এই ক্রিকেটারের কোচ ওসমান খানও দারুণ খুশি শিষ্যের অর্জনে। বুলবুলকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন- ‘প্রিয় বুলবুল, কঠোর পরিশ্রম, সততা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণে তোমার এই অর্জন। আমি আশা করি আরও সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে।’
আরেক কোচ নাজমুল আবেদীন ফাহিমও অভিনন্দন জানালেন আমিনুল ইসলাম বুলবুলকে, ‘আরেক ধাপ এগিয়ে গেলে। তোমাকে হৃদয়ের অন্তস্থল থেকে অভিনন্দন।’ সাবেক ক্রিকেটার ইমরান হামিদ পার্থ ও কোচ সারোয়ার ইমরানও একইভাবে শুভেচ্ছা জানালেন।
সিনিয়র সাংবাদিক শহিদুল আজম অভিনন্দন জানিয়ে বুলবুলকে লিখলেন, ‘অভিনন্দন ক্যাপ্টেন! সৃষ্টি করার যে অনাবিল আনন্দ আছে, দূর থেকে মনে করি আপনিও সেই আনন্দ উদযাপন করছেন। সবাই চাইলেও সৃষ্টি করতে পারেন না। অথচ আপনি পারছেন। আপনার হাত ধরে এই অঞ্চলে ক্রিকেট এগিয়ে চলেছে। বীজ থেকে অঙ্কুরোদগম আমরা দেখেছি সেই ছোটবেলায়। সত্যি, গাছ জন্ম দেওয়ার আনন্দের সঙ্গে আর কোনো কিছুর তুলনা চলে না। আপনাকে অভিবাদন। খেলার মাঠে ভক্ত ছিলাম। দেশের হয়েও খেলার সময় আত্মবিশ্বাসী ছিলাম। এখনও গৌরব করি এই ভেবে, অন্তত এই কীর্তিমানকে আমি কাছ থেকে চিনি। তার সঙ্গে অনেকবার বুক মিলিয়েছি।’
দেশের ক্রিকেটকর্তারা আমিনুল ইসলাম বুলবুলের এমন অর্জনের দিনেও চোখ বন্ধ করে আছেন। অবশ্য অনেক বছর ধরেই বাংলাদেশ ক্রিকেটে মূল্যায়িত হচ্ছেন না তিনি। এবার নতুন প্রাপ্তি এই কিংবদন্তির। সাবেক ক্রিকেটার ইউসুফ বাবুও উচ্ছ্বসিত সতীর্থের এমন অর্জনে। বুলবুলকে ক্রিকেটের ‘শিক্ষাবিদ’ আখ্যা দিয়ে লিখলেন, ‘দুবাইতে আইসিসি ডেভেলপমেন্ট ইউনিটের অধীনে মাস্টার এডুকেটর ২ সার্টিফিকেশন শেষ করেছেন। তবে বেশ হতাশাজনক যে একজন বাংলাদেশি আন্তর্জাতিকভাবে শীর্ষস্তরে নিজের জায়গা করে নিলেও নিজ দেশে কাজ করতে পারছেন না!’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.