× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবল বাণিজ্যে ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্সের বাজিমাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৯:২৬ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৯:২৭ পিএম

ফুটবল বাণিজ্যে ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্সের বাজিমাত

রপ্তানি শব্দটি চাল-ডাল কিংবা অন্য কোনো পণ্যের সঙ্গে গেলেও ফুটবলারদের ক্ষেত্রে মোটেও যুৎসই নয়। কিন্তু নিজ দেশের লিগ ছেড়ে অন্য দেশের ক্লাবের হয়ে ফুটবল খেলে বেড়ানো খেলোয়াড়দের কী বলা হবে? ওই দেশকে কি ফুটবলার রপ্তানির ট্যাগ দেওয়া যাবে? সুইজারল্যান্ডের ফুটবলকেন্দ্রিক গবেষণা সংস্থা সিআইইএস খুঁজে পেয়েছে দারুণ একটি শব্দ- এক্সপ্যাট্রিয়েট, অর্থাৎ প্রবাসী কিংবা নির্বাসিত ফুটবলার। এখানে প্রবাসী বা নির্বাসিত বলতে তারা সেসব খেলোয়াড়কে বুঝিয়েছেন, যারা নিজের দেশের ফুটবল সংস্থা, মানে যেখানে তারা বেড়ে উঠেছেন তার বাইরে গিয়ে ফুটবল খেলেন। মূলকথা, নিজ দেশের বাইরের কোনো ক্লাবের হয়ে খেলেন এমন ফুটবলার। তো, ফুটবলার রপ্তানিতে এগিয়ে কোন দেশ বা কোন অ্যাসোসিয়েশন বা ফেডারেশনের খেলোয়াড় বিশ্বে সবচেয়ে বেশি ছড়িয়ে?

আরও পড়ুন -ঢাকায় আসছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

সিআইইএসের গবেষণায় এসেছে উত্তর। কয়েক বছর আগের চেয়ে এখন বেশি ফুটবলার দেশের বাইরে গিয়ে খেলতে স্বাছন্দ্যবোধ করেন বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সংস্থাটি ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত সময়কালকে বিবেচনায় নিয়ে দেখেছে, দেশের বাইরে ফুটবল খেলেন এমন ফুটবলার সবচেয়ে বেশি ব্রাজিলের। বিদেশের বিভিন্ন লিগে কোন দেশগুলো সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করার প্রশ্নে আগের মতো এখনও ব্রাজিলের পর শীর্ষ তিনে আছে ফ্রান্স ও আর্জেন্টিনার নাম। এই তিন দেশের ফুটবলারেই সয়লাব প্রায় গোটা বিশ্ব। 

সিআইইএস ফুটবল অবজারভেটরি বিশ্বব্যাপী ১৩৫টি লিগের ওপর পর্যালোচনা চালিয়েছে। যার মধ্যে ৮৩টি ইউরোপের বিভিন্ন দেশের ক্লাব এবং ৫২টি অন্য মহাদেশের। সব মিলিয়ে ২ হাজার ২০০টি ক্লাবের মূল দলে খেলা ৬২ হাজার ৬১০ ফুটবলার। তাদের মধ্যে ১৪ হাজার ৪০৫ জনই প্রবাসী ফুটবলার। বিশ্বের বিভিন্ন দেশে খেলা ব্রাজিলের ফুটবলারদের সংখ্যা সবচেয়ে বেশি। সব মিলিয়ে লাতিন পরাশক্তিদের ১ হাজার ২৮৯ জন খেলোয়াড় নিজ দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে খেলছেন। তালিকায় দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স, যাদের ১ হাজার ৩৩ জন খেলোয়াড় ফ্রান্সের বাইরে ফুটবল খেলছেন। লিওনেল মেসিদের আর্জেন্টিনা রয়েছে তৃতীয় স্থানে। তাদের ৯০৫ জন খেলোয়াড় ক্যারিয়ার গড়েছেন দেশের বাইরে। এই তালিকায় তিনে আছে ইংল্যান্ড। ইংলিশদের ৫৩৫ জন ফুটবলার ছেড়েছেন ইংলিশ ডেরা। তালিকায় শীর্ষ দশের ভেতরে যথাক্রমে রয়েছে স্পেন, কলম্বিয়া, জার্মানি, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া ও সার্বিয়া।

বিশ্বব্যাপী শীর্ষ ১০০ দেশের ক্লাব নিয়ে গবেষণা করে সংস্থাটি জানিয়েছে, দেশ ছেড়ে বাইরের দেশের ক্লাবে ক্যারিয়ার গড়াদের শীর্ষ দশে বজায় থেকেছে উয়েফার আধিপত্য, তাদের ছয়টি দেশ প্রচুর খেলোয়াড় রপ্তানি করে। শীর্ষে থাকা ব্রাজিল ছাড়াও কনমেবল অঞ্চলের আছে তিনটি দেশ। আফ্রিকান অঞ্চলের আছে একটি দেশ, নাইজেরিয়া। ১৬৯ জন ফুটবলার ছেড়ে শীর্ষ ২২ নম্বরে আছে এশিয়ার দেশ জাপান। 

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির গবেষণা মতে, ফুটবলার রপ্তানিতে ব্রাজিল শীর্ষে। তাদের বেশিরভাগ খেলছেন পর্তুগিজ লিগে। বর্তমানে পর্তুগালে ২৩১ জন ব্রাজিলিয়ান খেলছেন। তাদের পছন্দের তালিকায় এরপরই আছে এশিয়ার দেশ জাপান, সেখানে ৭৯ জন ব্রাজিলিয়ান ফুটবলার রয়েছেন। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসেও খেলছেন তিনজন ব্রাজিলিয়ান। আর্জেন্টাইন ফুটবলারদের সবচেয়ে বেশিসংখ্যক খেলছেন চিলির বিভিন্ন লিগে। ১২৭ জন আর্জেন্টাইন খেলেন সেখানে। চিলি ছাড়াও আর্জেন্টিনার ৬৭ জন ফুটবলার স্প্যানিশ লিগে এবং ৫৬ জন ইতালিয়ান লিগে। ফরাসি খেলোয়াড়দের সবচেয়ে বেশিরভাগ খেলেন লুক্সেমবার্গের বিভিন্ন ক্লাবে। ইউরোপিয়ান দেশটিতে ফ্রান্সের ১২৪ জন খেলোয়াড় খেলছেন। লুক্সেমবার্গের পর তাদের দ্বিতীয় পছন্দের গন্তব্য ইতালি।

ফুটবলার রপ্তানিতে শীর্ষ ৫

দেশ সংখ্যা অ্যাসোসিয়েশন

ব্রাজিল ১২৮৯ কনমেবল

ফ্রান্স ১০৩৩ উয়েফা

আর্জেন্টিনা ৯০৫ কনমেবল

ইংল্যান্ড         ৫৩৫ উয়েফা

স্পেন ৪৫৮ উয়েফা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা