× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস, চারদিকে নিন্দার ঝড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১০:৪৮ এএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১১:২৯ এএম

বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস, চারদিকে নিন্দার ঝড়

বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও বর্ণবৈষম্য দূর করতে বরাবরই বড় ভূমিকা রাখে ক্রীড়াঙ্গন। তবে সেই ক্রীড়াঙ্গনের তারকাদেরই কখনওসখনও শিকার হতে হয় বর্ণবৈষম্যের। লা লিগায় ভ্যালেন্সির বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলে হারের ম্যাচেও বর্ণবৈষম্যের শিকার হয়েছেন দলটির ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাই নিয়েই চারদিকে নিন্দার ঝড়। বর্ণবাদ ইস্যুতে ভিনির পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট থেকে শুরু করে দেশটির তারকা ফুটবলাররা। রিয়াল কোচও আছেন ভিনির পাশে।

ম্যাচের ৭০ মিনিটে গ্যালারি থেকে ভিনিকে বর্ণবাদী অঙ্গভঙ্গি করেন এক ভ্যালেন্সিয়া সমর্থক। যার জেরে মাঠেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভিনি। পরে ওই ঘটনার জেরে ওই দর্শককে আজীবন স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ভ্যালেন্সিয়া পুলিশ। তবে তাতে সন্তুষ্ট নয় রিয়াল মাদ্রিদ। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরুর কথাও জানিয়েছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। এক বিবৃতি দিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ মনে করে এ ধরনের আক্রমণগুলোও ঘৃণামূলক অপরাধ, যে কারণে স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিসে, বিশেষ করে প্রসিকিউটর অফিসে ঘৃণামূলক অপরাধ এবং বৈষম্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে, যাতে ঘটনাগুলো তদন্ত করা হয় এবং দায়িত্বগুলো পরিষ্কার করা হয়।’

এ বিষয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি বুঝি না ভিনিসিয়ুসের সঙ্গে কেন এমন করা হচ্ছে। সমস্যাটা ভিনিসিয়ুসের, সেটা মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়।’ বার্সা কোচ জাভি হার্নান্দেজও পাশে দাঁড়িয়েছেন ভিনির। তার মতে, ‘বর্ণবাদের যেকোনো কাজ, যেমনটা আমরা ভিনিসিয়ুসের প্রতি দেখেছি, এসবের নিন্দা জানানো উচিত। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার আগে ভিনিসিয়ুস একজন মানুষ। তাকে রক্ষা করতে হবে এবং বার্সা কোচ হিসেবে আমার অবস্থানকে ব্যবহার করব তাকে রক্ষা করতে।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘যে তরুণ রিয়াল মাদ্রিদের সেরা ফুটবলার, তাকে ‘বানর’ বলে আক্রমণ করা হয়েছে। একবিংশ শতাব্দীতে এসে আমাদের এসবের মুখোমুখি হতে হচ্ছে! আসলে বিশ্বের অনেক ফুটবল স্টেডিয়ামেই জঘন্য বর্ণবাদী ঘটনা ঘটছে। ভিনি যে স্টেডিয়ামে যাচ্ছে, সেখানে এমন আচরণ করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। আমি ফিফার প্রতি আহ্বান জানাচ্ছি, এ ঘটনার কঠোর ব্যবস্থা নিতে।’

এ ঘটনার পর বর্ণবাদকে স্পেনে গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)-এর সভাপতি লুইস রুবিয়ালেস বলেন, ‘প্রথম বিষয়টি হলো আমাদের দেশে একটি সমস্যা আছে তা স্বীকার করা। এটি গুরুতর সমস্যা, যা পুরো একটি দল, পুরো একটি ফ্যান বেস, পুরো একটি ক্লাব, সমগ্র দেশকে কলঙ্কিত করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা