আর মাত্র একটা ম্যাচ। লিগ শিরোপার সঙ্গে বসুন্ধরা কিংসের দূরত্বটা এখন তিন পয়েন্টের। তবে আর একটা জয় পেলেই সে দূরত্বটা যাবে ঘুচে। বসুন্ধরা কিংস হবে চ্যাম্পিয়ন, আরও একবার। তবে এবারের শিরোপা জয়টা বাড়তি একটা অর্জনও যোগ করবে কিংসের খাতায়। টানা চার শিরোপা জয়ের রেকর্ড যে নেই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে!
আরও পড়ুন : অবহেলিত স্টেডিয়ামের চেহারা বদলে দিলেন পাইলট
তবে কাজটা সহজ নয়। শেখ রাসেল ক্রীড়াচক্র আছে শীর্ষ তিনে জায়গা করে নেওয়ার লড়াইয়ে। তারাও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না! সেটা অবশ্য ঠিক আগের ম্যাচেই আঁচ পেয়ে গেছে বসুন্ধরা। ফেডারেশন কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও এই শেখ রাসেলেরই মুখোমুখি হয়েছিল অস্কার ব্রুজনের দল। সে ম্যাচটায় তাদের বিরতিতে যেতে হয়েছিল এক গোলে পিছিয়ে থেকে। পরে জিততে হয়েছে শেষের ঝলকে ভর করে।
দুই দিনের বিরতির পর বসুন্ধরা কিংস অ্যারেনাতে সেই শেখ রাসেলই যখন প্রতিপক্ষ, কোচ অস্কার ব্রুজন তখন হাঁটলেন বেশ সাবধানী হয়ে। জানালেন- প্রতিপক্ষ যেভাবে চলতি মৌসুমে এগোচ্ছে, তাতে তার দলের সেরাটাই খেলতে হবে এ ম্যাচে।
স্প্যানিশ এই কোচের কথা, ‘শেখ রাসেল এই প্রতিযোগিতার অন্যতম সেরা দল। তাদের দলটা বেশ গোছানো, ভারসাম্যপূর্ণও; আক্রমণভাগে তাদের বেশ কিছু খেলোয়াড় আছে যারা পার্থক্য গড়ে দিতে পারে, তারা আমাদের চাপে ফেলবে, সব সময় যেমন ফেলে। তাদের হারাতে হলে আমাদের নিখুঁত পারফরম্যান্স চাই।’
চলতি লিগে এখন পর্যন্ত বসুন্ধরা হেরেছে মোটে একটি ম্যাচে। সে হারটা বাদ দিলে ড্র আছে আর একটি ম্যাচে। জিতেছে বাকি সব ম্যাচে। ১৬ ম্যাচে তাদের অর্জন ৪৩ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর সংগ্রহ সমান ম্যাচে ৩৩ পয়েন্ট। আজ শেখ রাসেলকে হারাতে পারলেই কাগজে কলমে থাকা শঙ্কাটাও উবে যাবে বসুন্ধরার, নিশ্চিত হয়ে যাবে লিগ শিরোপা।
কোচ অস্কারও চান সেটাই। তার কথা, ‘বিপিএলে বসুন্ধরা কিংস যে আধিপত্য বিস্তার করছে, সেটা আরও একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ কাল আমাদের সামনে। দারুণ শক্তিশালী এক প্রতিপক্ষের মুখোমুখি আমরা, আমাদের লক্ষ্য নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের সামনে ভালো একটা ম্যাচ খেলা। আমরা অনুশীলনটা খুব ভালোভাবে করেছি, এই গুরুত্বপূর্ণ ম্যাচটা জিততে চাইছি আমরা, তাহলে চ্যাম্পিয়নও হয়ে যাব।’
২০১৮ সালে বাংলাদেশ ফুটবলের শীর্ষপর্যায়ে এসেছে বসুন্ধরা। এরপর থেকে কখনোই লিগ হাত ফসকে বেরিয়ে যেতে দেয়নি দলটি। করোনায় বাতিল হওয়া ২০১৯-২০ মৌসুমটা বাদ দিলে লিগ জিতেছে বাকি তিন মৌসুমেই। এবারের আসর জিতলে টানা চতুর্থবারের মতো জিতবে এই শিরোপা। প্রিমিয়ার লিগ যুগ তো বটেই, শেষ ৫০ বছরেও এই কীর্তি দেখেনি বাংলাদেশের ফুটবল। স্বাধীনতাপূর্ব ঢাকা লিগ যুগে এই কীর্তি ছিল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের, পঞ্চাশের দশকে লিগ জিতেছিল টানা চারবার। বসুন্ধরা সেটাই ছুঁতে চলেছে এবার।
বিশেষ অর্জন মানে তো বিশেষ উদযাপনেরও উপলক্ষ! বসুন্ধরারও কি তেমন কিছুর পরিকল্পনা আছে? কোচ অস্কার জানালেন, সেসব পরে, তার মনোযোগ স্রেফ ম্যাচেই। তার ভাষ্য, ‘আমাদের কাছে আপাতত গুরুত্ব পাচ্ছে শুধুই কালকের ম্যাচটা। এর বাইরে কিছু নয়। জিততে হলে আমাদের সেরা পারফরম্যান্সটাই প্রয়োজন। তো আমাদের সব চেষ্টা আর মনোযোগ এখন কেবল একটা নিখুঁত পারফরম্যান্স কীভাবে দেওয়া যায় সেখানেই।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.