× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ২০:২৬ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ২০:২৮ পিএম

এবার আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ

আয়ারল্যান্ড সফরের পর থেকে বাংলাদেশ ক্রিকেট দল আছে ছুটিতে। বিশ্বকাপের বছরে এমন ছুটি মেলে না সহসাই। তবে ক্রিকেটারদের সে অখণ্ড অবসর শেষ হতে যাচ্ছে জুনের শুরুতেই। ঘরের মাঠে অপেক্ষা করছে আফগানিস্তান সিরিজ। সে আফগানিস্তান, যাদের বিপক্ষে সাদাপোশাকে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছিল নিজেদের মাঠে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। নির্বাচক হাবিবুল বাশার জানালেন, দল এখন বেশ আত্মবিশ্বাসী, মাঠে নামবে শুধুমাত্র জয়ের লক্ষ্য নিয়েই।

আরও পড়ুন - প্রত্যাশা পূরণে ব্যর্থ আফিফরা

এক টেস্ট, তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টি খেলতে আগামী মাসের শুরুতে বাংলাদেশে আসবে আফগানরা। ১৪ জুন থেকে শুরু একমাত্র টেস্ট। ২০১৯ সালে সেই টেস্টের পর এবারই প্রথম ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানরা।

সেই ম্যাচের সঙ্গে এবারের পার্থক্য আছে বড়। দলের অধিনায়ক সাকিব আল হাসান নেই এবার। আঙুলের চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তবে এরপরও দলের আত্মবিশ্বাসে ছেদ পড়েনি একটুও, জানালেন নির্বাচক সুমন। কারণ, অন্য বিভাগও যে এখন দলকে দিচ্ছে নির্ভরতা!

তিনি বলেন, ‘যদি আমাদের দলটা দেখেন, বাংলাদেশ দলটা দুইটা ডিপার্টমেন্টেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ ডেফিনেটলি মিস করবে। তবে সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক রিচ। সো আমাদের যেরকম দরকার, টিম অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। তাই সেটা নিয়ে অনেক আগেই চিন্তাভাবনা হয়ে গেছে।’

সব বিভাগ থেকে পাওয়া নির্ভরতা দলকে এনে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাসও। হাবিবুলের চোখে, ‘সিদ্ধান্ত নিতে টাফ হচ্ছে না। কারণ, আমার মনে হয় আমরা এখন অনেক কনফিডেন্ট টিম। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সঙ্গে লাস্ট টেস্ট ম্যাচ আমরা ভালো খেলিনি। আমরা হেরেছিলাম। তবে এবারের ম্যাচটাতে ডেফিনেটলি ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি কনফিডেন্ট। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিষ্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না।’

তবে চোটের কারণে সাকিবের না থাকাটা যে মোটেও অনুভূত হবে না, তা মানতে নারাজ হাবিবুল। সে শূন্যতাটা ঢেকে দিতে হলে জ্বলে উঠতে হবে দলের বাকি সবাইকেই, অভিমত তার। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব থাকলে যেটা হয় আরকি… ইনফ্যাক্ট, সাকিব মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছে যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয় বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব নিতে হবে।’ 

আফগান সিরিজকে সামনে রেখে ভাবনায় আছে উইকেটও। প্রতিপক্ষ শিবিরে রশিদ খানদের মতো স্পিনার যেমন আছে, তেমনি আছে ফজলহক ফারুকিদের মতো পেসাররাও। সে কারণে ভাবনাটা এখনই ভেবে রাখছে দল। যদিও হাবিবুল এর বেশি কিছুই প্রকাশ করলেন না গণমাধ্যমে। 

তার কথা, ‘আমাদের তো প্ল্যান আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করব না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে। উইকেটটা কেমন হবে সেটা তো বলতে পারব না। আমাদের যে পরিকল্পনা সেটা আমাদের মধ্যেই থাক। সেটা তো ডিসক্লোজ করতে পারব না।’

সেই সিরিজের দল ঘোষণা হয়ে যাবে চলতি মাসের শেষেই, তবে সেটা ২৯ মের পর। সে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে না মোটেও, আভাস দিয়ে রাখলেন হাবিবুল। তার কথা, ‘চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব ডেফিনেটলি যে দলটা জিততে পারে। বেস্ট পসিবল প্লেয়ারদের নিয়ে দলটা করব।’

কোচ হাথুরুসিংহে বর্তমানে আছেন ছুটিতে। তিনি দেশে আসবেন ৩ জুন। তার ফেরার পরই মূলত শুরু হবে আফগান সিরিজের প্রস্তুতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা