× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গিলকে দ্রুত ফেরাতে চেন্নাইয়ের সেরা অস্ত্র কে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১২:৩৪ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১২:৩৪ পিএম

গিলকে দ্রুত ফেরাতে চেন্নাইয়ের সেরা অস্ত্র কে

সময়টা যেন শুভমান গিলের। ২২ গজে ব্যাট হাতে স্বপ্নের মতো এক সময় পার করছেন গুজরাট টাইটান্সের এই ক্রিকেটার। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এরইমধ্যে দলকে তুলে এনেছেন আসরের ফাইনালে। এখন অপেক্ষা ফাইনাল মাতিয়ে শিরোপা উঁচিয়ে ধরা। অন্যদিকে শিরোপা উঁচিয়ে ধরতেই আজ রাত ৮টায় মাঠে নামবে ধোনির চেন্নাই সুপার কিংস। তবে সে পথে দলটির বড় বাধা সবশেষ চার ম্যাচে ৩টি সেঞ্চুরি হাঁকানো গিল। তাকে আটকানোটাই এই মুহূর্তে চেন্নাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শিরোপা নির্ধারনী ম্যাচে গিলকে দ্রুত ফেরাতে চেন্নাইয়ের সেরা অস্ত্র হতে পারেন কে; সেটা নিয়েই এখন আলোচনা। আইপিএলের অন্যতম সফল অধিনায়ক ধোনি নিশ্চয় ইতোমধ্যেই সেই পরিকল্পনা সেরে ফেলেছেন। তবে এনিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইএসপিএনক্রিকইনফোর সাক্ষাৎকারে গিলকে থামাতে পারে চেন্নাইয়ের কোন বোলার সেটি নিয়ে আলোচনা করেছেন সঞ্জয় মানজেরেকার ও টম মুডি। তাদের মতে, গিলকে থামাতে এই মুহূর্তে ধোনির সেরা অস্ত্র হতে পারেন দিপক চাহার।

চলতি আইপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ২১ গড়ে ১২ উইকেট শিকার করেছেন তিনি। সবশেষ গুজরাটের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচেও গিলের উইকেট তুলেছিলেন চাহার। শুরুর দিকে তার করা স্লোয়ার গুলো মরণ ফাঁদ হতে পারে দ্রুত ব্যাট চালানো গিলের জন্য। এছাড়াও পায়ের ওপর টানা বল করতে পারেন তিনি। প্রয়োজনের সময় ইর্য়কার ও বাউন্সারেও বেশ দকল আছে তার। কাজেই গিলকে থামাতে ধোনির প্রথম পছন্দ হতে পারেন চাহার।

চাহার ছাড়াও রবীন্দ্র জাদেজা কিংবা মাহেশ থিকশানাকেও কাজে লাগাতে পারেন ধোনি। এখন পর্যন্ত ১২ ম্যাচে ১১টি উইকেট তুলেছেন এই লঙ্কান বোলার। অন্যদিকে চলতি মৌসুমে ১৫ ম্যাচে এখন পর্যন্ত ১৯টি উইকেট শিকার করেছেন জাদেজা। দারুণ ছন্দেও আছেন তিনি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বল করতে পারেন বাঁ হাতি এই স্পিনার। ডান হাতি ব্যাটার গিলের জন্য যা হয়ে দাঁড়াতে পারে বড় সমস্যা। তবে এসব হিসেব কষেই নিশ্চয় গিল মাঠে নামবেন। আরও একবার নজর কাড়তে চাইবেন, শিরোনাম হতে চাইবেন দলকে শিরোপা জিতিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা