× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্দিওলার রইল বাকি এক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১০:৫৪ এএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১১:১৭ এএম

গার্দিওলার রইল বাকি এক

ট্রেবল জয়ের স্বাদ আগেও নিয়েছেন পেপ গার্দিওলা। সে হিসেবে এটি নতুন কিছু হওয়ার কথা নয়। শনিবার নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জয়ের পর গার্দিওলাকে দেখা গেল ভিন্ন রূপে। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কেঁদেই ফেলেছেন। স্প্যানিশ কোচ জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির হয়ে নিতে চান ট্রেবল জয়ের স্বাদ। সে পথে বাকি আর এক ম্যাচ।

আরও পড়ুন : ফুটবল ছাড়লেন ‘সুপারম্যান’

আগামী শনিবার ইস্তাম্বুলের মহাকাব্যিক ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে তার দল। যেখানে জয় পেলে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট উঠবে সিটির মাথায়। একই সঙ্গে ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে মৌসুমে তিন শিরোপা জয়ের স্বাদ পাবে সিটিজেনরা।

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর শনিবার ট্রেবল শিরোপা জয়ের পথে আরেক পা বাড়াতে ওয়েম্বলিতে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এফএ কাপের ফাইনালে মাঠে নেমেছিল সিটি। পুনর্জাগরণের আশায় থাকা রেড ডেভিলদের জন্য শিরোপাটি ছিল বহুল প্রত্যাশিত। সেই সঙ্গে নিজেদের ট্রেবল শিরোপার ভাগ আর কাউকে না দিতে জয় বড্ড প্রয়োজন ছিল এরিক টেন হ্যাগের দলের। তবে সে পথে শুরুতেই হোঁচট খায় রেড ডেভিলরা। ওয়েম্বলিতে আঁটসাঁট হয়ে বসার আগেই ডি ব্রুইনার থেকে পাওয়া বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন ইলকে গুন্দোগান। এরপর অবশ্য পেনাল্টিতে রেড ডেভিলদের সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধে আবারও ডি ব্রুইনা গুন্দোগান জুটি। দুজনের দারুণ ফিনিশিংয়ে ম্যাচের ৫১ মিনিটে ফের লিড নেয় সিটি, যা ম্যাচের বাকি সময়ে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েও আর শোধ দিতে পারেনি টেন হ্যাগের দল। তাতেই মৌসুমে ট্রেবল শিরোপা জয়ের পথে আরেক পা এগিয়ে গেছে গার্দিওলা। এখন বাকি রইল এক, চ্যাম্পিয়নস লিগ। আর সেই স্বপ্নে যে তিনি বিভোর হয়ে আছেন এফএ কাপ শিরোপা জয়ের পর সেটি জানাতে ভোলেননি গার্দিওলা, ‘এফএ কাপ জয়ের অনুভূতি বিশেষ কিছু। এখন আমি প্রথমবারের মতো বলতে পারি ট্রেবল জয়ের কথা। স্রেফ আরেকটি ম্যাচ দূরে এটি। আমি ভাবতে শুরু করেছি, ইন্টারকে হারাতে আমাদের কী করতে হবে। ছেলেদের সঙ্গে অনেকবার এটা নিয়ে কথা বলেছি যে, ইন্টারকে হারাতে যা যা করা দরকার, তারা যেন সেদিকে মনোযোগ দেয়।’

২০১৬ সালে সিটির দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মোট ১১টি ট্রফি জিতিয়েছেন গার্দিওলা। তবে এখনও আক্ষেপ হয়ে আছে চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুললেও দলকে ইউরোপ সেরা করতে পারেননি তিনি। সেবার চেলসির বিপক্ষে ১-০ গোলে হারতে হয়েছিল তাকে। তবে এবার আর সে ভুল করতে চান না তিনি। জানেন, ইউরোপ সেরা না হলে মিলবে না প্রাপ্য স্বীকৃতি। ম্যাচটি নিয়ে তিনি বলেন, ‘আরেকটি ম্যাচের ব্যাপার এবং আমরা অনুভব করছি যে, এমন একটি জায়গায় আমরা এখন আছি, হয়তো আর কখনোই এখানে আসতে পারব না। এখন যদি আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে না পারি, কিছুই পরিপূর্ণ হবে না। অসাধারণ কিছু মৌসুমে কেটেছে আমাদের। প্রিমিয়ার লিগ থেকে এফএ কাপ, লিগ কাপ- এসব জিতেছি নানা সময়ে। তবে যেমন স্বীকৃতি আমাদের প্রাপ্য, তা পেতে হলে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে আমাদের। আমরা দারুণ খেলেছি, উপভোগ করেছি, সবই হয়েছে। কিন্তু এটা মেনে নিতেই হবে যে, চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলে বড় সুযোগ হাতছাড়া হবে। দায়িত্ব আমাদেরই নিতে হবে এবং আমাদের এটা করতেই হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা