× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাঙ্কিংয়ে ১০০ জনের মধ্যেও নেই নাদাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২৩:৩৬ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ২৩:৩৯ পিএম

র‍্যাঙ্কিংয়ে ১০০ জনের মধ্যেও নেই নাদাল

কিছুদিন আগে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রাফায়েল নাদাল। ৩৭-বর্ষী তারকা বলেছিলেন- ‘অনেক তো হলো, এবার অবসর নেওয়ার পালা।’ অবশ্য শেষবারের মতো আরেকবার লাল মাটির কোর্টে দাপট দেখাতে চেয়েছেন স্প্যানিয়ার্ড, জিততে চেয়েছিলেন আরও একটি গ্র্যান্ড স্ল্যাম।

আরও পড়ুন : হাজারতম ম্যাচ রাঙাতে পারেনি জার্মানরা

কিন্তু চোট তাকে শুধু মাঠের বাইরেই নয়, র‍্যাঙ্কিংয়েও ছিটকে দিয়েছে যোজন দূরে। ঠিক কতটা দূরে? টেনিসের দ্বিতীয় শীর্ষ গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদাল নেই সেরা ১০০ জনের মধ্যেও!

ফরাসি ওপেনে পুরুষ এককের ফাইনালের পরদিন নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। সোমবার প্রকাশিত তালিকায় নাদাল ১৫ নম্বর থেকে নেমে গেছেন ১৩৬তম স্থানে, র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন ১২১ ধাপ। আগামী উইম্বলডন ও ইউএস ওপেন থেকে পয়েন্ট হারালে র‍্যাঙ্কিংয়ে আরও নিচে নেমে যাবেন নাদাল।

র‍্যাঙ্কিংয়ে নাদালের ধস মূলত চোটের কারণে, নিতম্বের চোটেই ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনটি দেখলেন স্প্যানিয়ার্ড। র‍্যাঙ্কিংয়ে ১০০ জনের বাইরে থাকা দূরের কথা, শেষ ২০ বছরে নাদাল কখনও শীর্ষ ১০-এর বাইরে যাননি।

২০০৩ সালের মার্চের পর নাদাল দেখেছেন সবচেয়ে বাজে সময়। তখন তরুণ নাদাল ছিলেন ১৫২তম স্থানে। ওই বছরের ১৪ এপ্রিলের পর কখনও র‍্যাঙ্কিংয়ে ১০০ জনের বাইরে যাননি। ২০০৫ সালের এপ্রিল থেকে এই বছরের মার্চ পর্যন্ত ৯১৩ সপ্তাহ ছিলেন শীর্ষ দশে।

এবারই কিনা তাকে নামতে হলো দশের নিচে- শুধু তাই নয়, তালিকায় একশরও নিচে নেমে গেছেন নাদাল। প্রতিদ্বন্দ্বী জোকোভিচের কাছে হারিয়েছেন সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও। রেকর্ড ভেঙে নিজের নামে গড়া জোকোভিচও উঠে গেছেন তালিকায় শীর্ষে।

২০০৫ সালে ফরাসি ওপেনে অভিষেক হয় রাফায়েল নাদালের। চোট সত্ত্বেও কোনোবার এই টুর্নামেন্ট ছেড়ে দেননি। ক্যারিয়ারে রেকর্ড ২২ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ১৪টিই নাদাল জিতেছেন রোলাঁ গারোর লাল মাটির কোর্টে। অভিষেকের পর প্রথমবার ফরাসি ওপেনে লাল মাটির কোর্টে দেখা যায়নি নাদালকে।

সেই সুযোগ দুই হাতে লুফে নিয়েছেন জোকো। গত বছর যেখানে জিতে ২ হাজার পয়েন্ট অর্জন করেছিলেন নাদাল। এবার সেখানে না থাকার কারণে নেমেও গেছেন। তার পয়েন্ট এখন স্রেফ ৪৪৫। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে চোট পান নাদাল।

এরপর থেকেই কোর্টের বাইরে আছেন। চোট সারিয়ে মাঠে ফিরতে যত দেরি হবে, সমানুপাতিক হারে র‍্যাঙ্কিংয়ের অবস্থানেও তত নামতে থাকবেন নাদাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা