× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সানিয়া মির্জা যদি ছেলে হতেন, তবে...

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৮:২৮ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৮:৫২ পিএম

সানিয়া মির্জা যদি ছেলে হতেন, তবে...

ভারতের টেনিস ইতিহাসে নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন সানিয়া মির্জা। সব মিলিয়ে টেনিস কোর্ট তাকে দুহাত ভরে দিয়েছে, ক্যারিয়ারে পেয়েছেন তিনটি ডাবলস ও তিনটি মিক্সড ডাবলসের দেখা। কিন্তু টেনিস কোর্টে দাপিয়ে বেড়ানো সানিয়া নাকি টেনিসটাই ছেড়ে দিতেন। তবে এখানে যদি কিন্তুর হিসেব আছে... সানিয়া যদি ছেলে হতেন তাহলেই তিনি টেনিস ছেড়ে ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতেন। ব্যাট-বলে স্বপ্ন দেখতেন, জিততেন এবং জেতাতেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের কিংবদন্তি টেনিস তারকা বলেছেন, ‘সত্যি বলতে, যদি মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মাতাম, তাহলে হয়তো ক্রিকেটই খেলতাম। এমনিতে মনে হয়, ক্রিকেট খেলাটা যেন আর পাঁচটা খেলার থেকে আলাদা।’ 

আরও পড়ুন: 

কিন্তু সানিয়া কেন ক্রিকেট ছেড়ে তখন তখনকার সময়ে ভারতে অখ্যাত টেনিস বেছে নিয়েছিলেন—সবিস্তারে জানিয়েছেন সেটিও, ‘আমি মেয়ে হওয়ার জন্যই হয়তো মনে হত ক্রিকেটটা আমাদের খেলা নয়। এই চিন্তাধারাটা অবশ্যই এখনকার নয়। আমি বলতে চাই, সেটা প্রায় তিরিশ বছর আগের সাধারণ ভারতীয়দের মনোভাব।’

৩৬ বর্ষী তারকাকে অবশ্য টেনিস নিরাশ করেনি। ২০০৯ সালে সানিয়া অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস খেতাব জেতেন মহেশ ভূপতিকে নিয়ে। টেনিসকে সানিয়া মির্জা বিদায় দিতে শুরু করেন সেই ২০১৩ সালে। সে বছরই এককের খেলা ছেড়ে দেন তিনি। এককে শীর্ষ ২৭ নম্বরেও ওঠেন সানিয়া। যদিও তিনি সবচেয়ে সফল ডাবলস ও মিক্সড ডাবলসে। যেখানে প্রায় ৯১ সপ্তাহ ধরে ডাবলসে এক নম্বর তারকা ছিলেন এই ভারতীয়। ২০১৫ সালে সানিয়া মির্জা-মার্টিনা হিনগিস জুটি বেঁধে টানা জিতেছিলেন ৪৪টি ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা