× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অশ্বিন ঘূর্ণিতে তিন দিনেই হার ওয়েস্ট ইন্ডিজের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১১:১৩ এএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১২:২৩ পিএম

রেইফারকে ফিরিয়ে ভারতের উল্লাস— এই উইকেটটি অবশ্য অশ্বিন পাননি নিয়েছেন জাদেজা ছবি: টুইটার

রেইফারকে ফিরিয়ে ভারতের উল্লাস— এই উইকেটটি অবশ্য অশ্বিন পাননি নিয়েছেন জাদেজা ছবি: টুইটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের দগদগে ক্ষত এখনও শুকায়নি। দ্য ওভালের শিরোপার মঞ্চে থাকতে না পারার আক্ষেপ এখনও পোড়াচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে। বাদ পড়া সেই অশ্বিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরলেন, বল হাতে ভেলকি দেখালেন, পুরো ঝালটাই যেন মেটালেন। দুই ইনিংস মিলিয়ে ফিরিয়েছেন ১২ ক্যারিবিয়ান ব্যাটারকে। সেই সুবাদে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে রোহিত শর্মার দলও পেয়েছে বড় জয়।

ডোমিনিকা টেস্টে অশ্বিনের ঘূর্ণিতে প্রথম দিনে ১৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। যশস্বী জয়সওয়াল আর বিরাট কোহলির ব্যাটে ৫ উইকেটে ৪২১ রান করে ভারত। ২৭১ রানের লিড নেওয়ার পর ফের অশ্বিনের ঘূর্ণি জাদু। তাতে ১৩০ রানেই শেষ উইন্ডিজের দ্বিতীয় ইনিংস। ক্যারিবিয়ানদের মাটিতে ভারত পায় ইনিংস ও ১৪১ রানে জয়, তাও খেলার তিন দিনেই। দুই ম্যাচের টেস্টেও সফরকারীরা এগোলো ১-০ ব্যবধানে।

ডোমিনিকা টেস্টের নাটাই ভারতের পক্ষে টেনেছেন এই দুজন—ব্যাট হাতে জয়সওয়াল ও বোলিংয়ে অশ্বিন

প্রবাদ আছে, ‘সকাল দেখলেই বোঝা যায় সারা দিন কেমন যাবে’— ডোমিনিকা টেস্টের প্রথম দিনেই খেলার ফল একপেশে হওয়ার আঁচ মিলছিল। কিন্তু ক্রিকেট অনিশ্চতার খেলা। ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে সেই অনিশ্চয়তা ঘোচাতে পারেনি। ডোমিনিকা টেস্টে অশ্বিন রীতিমতো নাস্তানাবুদ করেছে তাদের। বাকি কাজটা ব্যাট হাতে সামলেছেন অভিষেক হওয়া যশস্বী জয়সওয়াল। 

অভিষেকে চমক দেখিয়ে জয়সওয়াল হাঁকিয়েছেন সেঞ্চুরি। অধিনায়ক রোহিত শর্মাও করেন শতরান। বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৭৬ রান। জবাবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে ক্যারিবিয়ানরা। অশ্বিনের বোলিংয়ের সামনে হয়ে পড়ে অসহায়। 

শুক্রবার টেস্টের তৃতীয় দিনেই ১৩০ রানে হয় অল আউট। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ৭১ রান খরচায় ৭ উইকেট তুলে নেন অশ্বিন। এর আগে প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট তুলেছিলেন তিনি। ম্যাচে ১৩১ রানের বিনিময়ে পান ১২ উইকেট। ক্যারিবিয়ানদের হয়ে দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ রান আসে অ্যালিক আথানেজের ব্যাটে, করেন ২৮ রান। ২০ রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। বাকি টপ অর্ডার থেকে মিডল হয়ে লোয়ার, সব বিভাগে ব্যর্থ হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

২০ জুলাই পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে দুই দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা