× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনায় ফুটবলারদের ওপর সশস্ত্র হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২০:১৯ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ২১:০৮ পিএম

বিদায়ি ম্যাচ শেষে নিজে ঠিকঠাক বাসায় গেলেও গডিনের সতীর্থদের ওপর হামলা হয়েছে।

বিদায়ি ম্যাচ শেষে নিজে ঠিকঠাক বাসায় গেলেও গডিনের সতীর্থদের ওপর হামলা হয়েছে।

ডিয়েগো গডিনের বিদায়টা সুখকর ছিল না। উরুগুইয়ান কিংবদন্তির দল ভেলেজ সার্সফিল্ড সবশেষ ম্যাচটিও হেরেছে। কিন্তু এমন বিদায়ের পরও খুশি হতে পারেন গডিন, অন্তত ক্লাব সমর্থকদের হামলার হাত থেকে বেঁচে যাওয়ায় নিজেকে ভাগ্যবানও ভাবতে পারেন।

আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের  উরকানের কাছে হেরেছে সার্সফিল্ড। বিদায়ি ম্যাচের পর গডিন ঠিকঠাক বাড়ি যেতে পারলেও তার সতীর্থদের সেই সৌভাগ্য হয়নি। বাড়ি ফিরতে স্টেডিয়ামের বাইরে আসতেই সশস্ত্র আক্রমণের শিকার হয়েছেন তারা। জানা গেছে, তাদের আক্রমণ করেছে নিজ দলের সমর্থকরাই। 

ইএসপিএনকে সার্সফিল্ডের স্ট্রাইকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি জানান, খেলা শেষে গাড়ি নিয়ে স্টেডিয়াম থেকে বের হতেই ‘ব্রাভা ব্রাভা’ সমর্থক গোষ্ঠীর কয়েকটি গাড়ি আমাদের সামনে চলে আসে। তারা জ্যাকেট ধরে মুখে দুবার আঘাতও করে।

আরও পড়ুন:

শুধু মারধরই না, সার্সফিল্ডের খেলোয়াড়দের গুলি করার হুমকিও দিয়েছিল আক্রমণকারীরা। প্রেস্তিয়ান্নি জানান, আক্রমণকারীরা পিছু নিতে পারেন, এই ভয়ে কেউ বাড়ি যেতে চাইছিল না। ওরা তো একজনকে এটাও বলল, ‘গাড়ি থেকে বের হও, নইলে পায়ে দুটি গুলি করব।’ 

সার্সফিল্ড ও ফ্লামেঙ্গো ম্যাচে দর্শকদের একটি ছবি

হুমকির এমন ঘটনাতেও পুলিশের কাছে অভিযোগও করেননি খেলোয়াড়রা। মূলত তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে পুলিশ নিজের ইচ্ছায় তদন্ত শুরু করেছে ও খেলোয়াড়দের কাছে ঘটনার বর্ণনা চেয়েছে।

সদ্য শেষ হওয়া আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে কোনো রকমে অবনমন এড়িয়েছে সার্সফিল্ড। ২৮ দলের মধ্যে ২৭ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে থেকে লিগ শেষ করেছে তারা। পুরো লিগে মাত্র পাঁচটি ম্যাচ জিতেছে ১০ বারের লিগ চ্যাম্পিয়নরা। দলের এমন পারফর্ম্যান্সে সমর্থকরা ক্ষেপে গিয়েই মূলত খেলোয়াড়দের ওপর হামলা করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা