প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৪:১৭ পিএম
সম্প্রতি ইংল্যান্ডের নতুন ঘরানার টেস্ট ক্রিকেট ‘বাজবল’ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিশ্বজুড়েই। অনেকেই ধারণা করেছিল; অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখ থুবড়ে পড়বে ইংল্যান্ডের বাজবল। প্রথম দুই ম্যাচ হারের পর বাজবল নিয়ে কম কথা শোনতে হয়নি ইংল্যান্ডকে। তবে বাজবল থেকে সরে আসেনি ইংল্যান্ড। পরে শেষ দুই ম্যাচ জিতে অ্যাশেজ ২-২ সমতা ফিরিয়েছে বেন স্টোকসের দল। ম্যানচেস্টার টেস্ট বৃষ্টিতে ড্র’ না হলে সেটিতেও জয় পেতে পারত ইংল্যান্ডই। এমন এক সিরিজের পর টিকে গেছে বাজবল। ভারতকেও আগামীতে বাজবল অনুসরণ করার কথা বলছেন কেউ কেউ। তাদের নিয়েই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বাজবল অনুসরণ নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। শোনিয়েছেন এর নানা সমস্যার কথা।
সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজে অস্ট্রেলিয়ার ৩.৩৫ গড়ে রান তোলার বিপরীতে ৪.৭৪ গড়ে রান তুলেছে ইংল্যান্ড। ইংল্যান্ড ব্যাটারদের অতি আক্রমণাত্মক ব্যাটিং দর্শক বাড়িয়েছে টেস্টে। আর সে কারণেই ইংল্যান্ডের এই পন্থাকে অনুসরণ করার কথা বলছেন কেউ কেউ। তাদের উদ্দেশ্যে ৪৮৯টি টেস্ট উইকেট নেওয়া এ অফ স্পিনার বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেট বেশ ভালো খেলছি। শিগগিরই আমরা একটা পালাবদলের ভেতর দিয়ে যাব, সে সময় পরিস্থিতি সহজ হবে না। ধরা যাক, এই পালাবদলের সময়ে ভারত বাজবল খেলা শুরু করল। ধরা যাক হ্যারি ব্রুকের মতো সব বলেই ব্যাট চালাল কেউ, এরপর আউট হয়ে গেল, আমরা দুটি ম্যাচ হারলাম। এরপর আমরা কী করব?’
আরও পড়ুন:
এরপর নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অশ্বিন, ‘আমরা কি বাজবল এবং খেলোয়াড়দের সমর্থন দেব? আমরা একাদশ থেকে অন্তত চারজনকে বাদ দেব। আমাদের সংস্কৃতি সব সময়ই এমন ছিল। ফলে অন্যদের কাজে এসেছে মানেই আমরা অন্যদের ধরন নকল করতে পারব না। এটি তাদের কাজে দিয়েছে কারণ তাদের খেলার ধরনের সঙ্গে ম্যানেজমেন্ট পুরোপুরি একমত। নির্বাচকেরা খেলোয়াড়দের এভাবে খেলতে উৎসাহ দেয়। এমনকি তাদের দর্শক, যারা টেস্ট ম্যাচ দেখে—তারাও এ প্রক্রিয়াকে সমর্থন দেয়। আমরা সেটি পারব না।’