প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৫:৩৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৬:০০ পিএম
দুই দশক স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ভাষাটাও স্প্যানিশ হওয়ায় কখনোই সমস্যায় পড়তে হয়নি তাকে। মাঝে দুই বছর ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলার সময় ভাষা নিয়ে কিছুটা সমস্যা তৈরি হলেও সময়ের সঙ্গে কাটিয়ে উঠেছেন তা। এবার তিনি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। ক্লাবটিতে মেসি থাকবেন আগামী তিন বছর। এই অবস্থায় জটিল পরিস্থিতিতে না পড়তে সেখানকার ভাষা ইংরেজি শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেসি।
অবশ্য ইংরেজি শিখতে কোনো শিক্ষক রাখতে হচ্ছে না মেসিকে। সতীর্থ রব টেলর আগ্রহের সঙ্গে ইংরেজি ভাষা শেখাচ্ছেন মেসিকে। সঙ্গে মেসির সঙ্গে কথা বলার সুবিধার্থে স্প্যানিশটাও শিখে রাখছেন তিনি। মেসির ইংরেজি ভাষা শেখার আগ্রহের কথা জানিয়ে স্কাই স্পোর্টসকে টেলর বলেন, ‘আমি স্প্যানিশ শিখছি আর মেসি ইংরেজি শিখছে। ইংরেজিতে এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি মেসি। তবে এটি মাঠে বোঝাপড়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না। ফুটবলের ভাষা সবাই বোঝে। আর তার মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করা যায়। একই ভাষায় কথা বলার দরকার পড়ে না সব সময়। একসঙ্গে ভালো খেলে গেলেই হয়। মেসি আমাকে ইংরেজিতে দু-চারটে কথা বলেছে। আমার মনে হয় ও ভালোই ইংরেজি বলতে পারবে। আগামী দিনে মেসিকে ইংরেজিতে সাক্ষাৎকার দিতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।’
মেসির ভাষা শেখার আগ্রহের কথার সঙ্গে মিসেতে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন ফিনল্যান্ডের এই তরুণ, ‘সারা জীবন আমি তাকে বড় বড় ক্লাবে খেলতে দেখেছি। আর এখন তার সঙ্গে একই ক্লাবের হয়ে খেলছি। এটা অবিশ্বাস্য ব্যাপার। অনুশীলন কিংবা মাঠের খেলায় তার থেকে প্রতিদিনই শিখছি আমি।’