প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৯:৫১ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২০:২৪ পিএম
বিসিবির সঙ্গে তামিম ইকবালের কাঙ্ক্ষিত বৈঠক আজ। বেশ আগে থেকেই জানা গিয়েছিল এটি। তবে ঠিক কখন ও কোথায় হবে—সেটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। শেষে বিসিবি জানায়, গুলশানে বিসিবিপ্রধানের বাসভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রাত ৮টায় শুরু হওয়ার কথা এই বৈঠক। এর আগে সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে বিসিবিপ্রধানের বাসায় আসেন তামিম ইকবাল।
এর আগে বিসিবিপ্রধানের বাসায় আসেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এ ছাড়া বিসিবির অন্যান্য কর্মকর্তাও এই বৈঠকে উপস্থিত আছেন।