প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২২:৫৮ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২৩:১২ পিএম
পিঠের ইনজুরির কারণে বাংলাদেশের ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। শতভাগ ফিটনেস ফিরে পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তামিম। নতুন অধিনায়কের নাম খুব শিগগিরই জানিয়ে দেবে বিসিবি। ফিটনেস ফিরে পেতে তামিম খেলছেন না এশিয়া কাপে। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবেন। খেলবেন বিশ্বকাপেও। তবে দলের নেতৃত্বে আর ফিরছেন না দেশসেরা এ ওপেনার। রাজধানীর গুলশানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবন আইভি কনকর্ডে রাত ৮টার দিকে বিসিবির সঙ্গে বৈঠক করেন তামিম। বৈঠক শেষেই তামিম জানান তার সিদ্ধান্ত। আ. ই. আলীমের ক্যামেরায় ধরা পড়েছে তামিমের সংবাদ সম্মেলন।