× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুলের ‘চরম মূল্য’ দিয়ে হেরেছে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৩:২৪ পিএম

অভিষেক হওয়া তিলক ভার্মাকে ফিরিয়ে রোমারিওর উদযাপন, এ ছবির মতো ভারতও হতাশ হয়েছে—জিতে উদযাপন করেছে ক্যারিবিয়ানরা

অভিষেক হওয়া তিলক ভার্মাকে ফিরিয়ে রোমারিওর উদযাপন, এ ছবির মতো ভারতও হতাশ হয়েছে—জিতে উদযাপন করেছে ক্যারিবিয়ানরা

দেড়শ রানের মাঝে ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিয়েছিল আর্শদীপ সিংরা। ক্যারিবিয়ান মুলুকে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়েছিল ভারত। নিয়মিত বিরতিতে শুভমন-যাদবদের আসা-যাওয়ার দিনে হারও দেখেছে সফরকারীরা। পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ে হার্দিক পান্ডিয়া বলেছেন, ভুলের ‘চরম মূল্য’ দিয়েছেন তারা। তবে তরুণ দল নিয়ে সমতায় ফেরার জন্যও বদ্ধপরিকর ভারতের অধিনায়ক।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ রানের লক্ষ্য তাড়া করা মোটেও কঠিন কাজ নয়। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃহস্পতিবার হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করা ক্যারিবীয়রা ৬ উইকেটে সংগ্রহ করে ১৪৯ রান। জবাবে সফরকারীরা ৯ উইকেটে ১৪৫ রানেই থেমে যায়, ৪ রানে হারে ভারত।

রোহিত-কোহলির অনুপস্থিতিতে তরুণ দলের নেতৃত্বে ছিলেন হার্দিক। ম্যাচ শেষে ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন ভারতের অধিনায়ক, ‘আমরা কিছু ভুল করেছি। এজন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে। তরুণ একটা দল ভুল করতেই পারে। পুরো খেলায় আমরা নিয়ন্ত্রণ বজায় রেখেছিলাম। টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত উইকেট হারালে যেকোনো লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে পড়ে। এমনটাই হয়েছে।’

আরও পড়ুন : 

ত্রিনিদাদে ব্যাটিংয়ে শুরুটা দারুণ করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারালেও রান তোলে ৫৪। অধিনায়ক পাওয়েল ও ওয়ানডে সিরিজে না খেলা নিকোলাস পুরানের ব্যাটে চড়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে স্বাগতিকরা। পুরান ৩৪ বলে ২টি করে চার ও ছক্কায় ৪১ রান করেন। পাওয়েল ৩টি করে চার ও ছক্কায় ৩২ বলে করেন ৪৮ রান। ভারতের পক্ষে ২টি করে উইকেট পান আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

রান তাড়ায় ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। শুভমন গিল আউট হন তৃতীয় ওভারে। আর পঞ্চম ওভারে আউট হন আরেক ওপেনার ঈশান। এখান থেকে ভারতকে টেনে তোলেন সূর্যকুমার যাদব ও অভিষেক হওয়া তিলক ভার্মা। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে তোলেন ৩৯ রান। কিন্তু এ জুটি ভাঙতেই আবারও চাপে পড়ে ভারত। পঞ্চম উইকেটে সাঞ্জু স্যামসন ও পান্ডিয়ার আনেন ৩৬ রানের জুটি। কিন্তু তারাও শেষ করে আসতে পারেননি। শেষ ২ ওভারে ২১ রানের সমীকরণও মেলাতে পারেননি আর্শদীপ সিং ও কুলদীপ যাদব। শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১৪৫ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ওবেড ম্যাকয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ আগস্ট মুখোমুখি হবে দুই দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা