প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৫:৩৫ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৬:২৩ পিএম
গত নভেম্বর থেকেই শোনা যাচ্ছিল ভাঙতে চলেছে শোয়েব মালিক-সানিয়া মির্জা দম্পতির সংসার। এরপর বিচ্ছেদ ইস্যুতে নানা সময় প্রশ্নের মুখে পড়লেও এ নিয়ে কখনোই খোলাসা করে কিছু বলেননি এই দম্পতি। তবে সেই গুঞ্জনে এবার ফের হাওয়া দিচ্ছে ইনস্টাগ্রামে শোয়েবের বায়ো পরিবর্তন।
সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার শোয়েব তার ইনস্টাগ্রাম বায়ো থেকে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার স্বামীর পরিচয়টি তুলে নিয়েছেন। আগে যেখানে লেখা ছিল ‘একজন সুপারওম্যান সানিয়া মির্জার স্বামী। সেখানে এখন আর তা দেখা যাচ্ছে না।
আরও পড়ুন :
সানিয়া মির্জাকে সরালেও বায়োতে ‘ফাদার টু ওয়ান ট্রু ব্লেসিং’ ও অন্যান্য বিবরণ ঠিক রেখেছেন শোয়েব— যা দুজনের বিচ্ছেদের গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া বিচ্ছেদের এই গুঞ্জনের সময়টাতে শোয়েবকে দেখা গেছে পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে।
তারকা এই দম্পতি ২০১০ সালের ১২ এপ্রিল বিয়ে করেন। এরপর ২০১৮ সালে তাদের ঘরে প্রথম সন্তান ইজহান জন্মগ্রহণ করে।